রূপের রাণী বাংলা আমার, হাওড়-বাওড়ের দেশ

বর্ষাকালে ঝিলে বিলে-শাপলা ফোটে বেশ।

খালে-বিলে, পুকুরধারে খলসে পুটি চাঁদা

ধরতে গিয়ে ছেলে-মেয়ে মাখছে গায়ে কাদা।

মেঘনা নদীর জোয়ার-ভাটা, পদ্মা নদীর ঢেউ

বাংলা ছাড়া অন্য কোথাও দেখবে না তো কেউ।

এই তো আমার জন্মভুমি, এই তো আমার দেশ

এই তো আমার রূপের রাণী সোনার বাংলাদেশ।

-আবু ছালেহ আকিব

পার্বতীপুর, দিনাজপুর






আরও
আরও
.