৫৭. জিরানী, সাভার, ঢাকা ১০ই জুন ১৪ই রামাযান শনিবার: অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাভার-আশুলিয়া উপযেলা সংগঠনের উদ্যোগে জিরানী পুকুরপাড় ফাতেমাতুয যাহরা আহলেহাদীছ জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, জিরানী সহ সাভার শিল্পাঞ্চলে দেশের প্রত্যন্ত এলাকা থেকে অগণিত শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী ভাই-বোনেরা কর্মরত আছেন। তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া আমাদের ঈমানী দায়িত্ব। হক-এর সন্ধান পেলেই সত্যিকারের দ্বীনদার ভাই-বোন হক লুফে নিবেন। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। তিনি চরমপন্থী ও জঙ্গীবাদের ফিৎনা হ’তে সাবধান থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
অত্র মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্জ মুহাম্মাদ ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মুস্তাফীযুর রহমান, মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার, ঢাকা যেলা ‘যুসবংঘে’র সহ-সভাপতি মুহাম্মাদ তরীকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাভার-আশুলিয়া উপযেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ আখতারুযযামান।
মাগরিবের ছালাতের পর আমীরে জামা‘আত দায়িত্বশীলদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। অতঃপর ঢাকা ফেরার পথে তিনি চক্রবর্তী বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন ডাঃ আব্দুল কুদ্দূস-এর আমন্ত্রণে তাঁর নিজস্ব অর্থায়নে নব নির্মিত মসজিদ কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেখানে সাংগঠনিক পরিবেশ তৈরীর জন্য স্থানীয় দায়িত্বশীলদের পরামর্শ দেন।