ভাদড়া, হরিণাকুন্ডু, ঝিনাইদহ ৬ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব ভাদড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ভাদড়া এলাকার উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক ডা. বযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা আব্দুল আলীম ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র মুফীযুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ভাদড়া এলাকা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আবু ওবায়দাহ।







মারকায সংবাদ
রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ
প্রখ্যাত মুহাদ্দিছ শায়খ মুহাম্মাদ বিন আলী বিন আদম আল-আছয়ূবী-এর মৃত্যু
প্রখ্যাত সীরাত গবেষক প্রফেসর ড. ইয়াসীন মাযহার ছিদ্দীকী-এর মৃত্যু
বার্ষিক কর্মী সম্মেলন ২০২১ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
সংগঠন সংবাদ
আল-‘আওন
সার্বিক জীবনে ন্যায়বিচার কায়েম করুন! (যেলা সম্মেলন : জামালপুর) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সোনামণি
আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন
মৃত্যু সংবাদ (হাফেয মুহাম্মাদ আব্দুল বারী, মাওলানা শিহাবুদ্দীন সুন্নী, মাওলানা ফযলুল করীম)
যেলা সম্মেলন : মেহেরপুর (জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে কাজ করুন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.