বিশ্ব যবে ডুবেছিল নিকস কালো অাঁধারে
রাসূল এসে জ্বালেন আলো অন্ধকার ধরাতে।
সে আলো এক সোনার খনি শক্তি সিমাহীন
মনের অাঁধার দূর করতে ডাকছে বিরামহীন।
আসছো যখন যেতে হবে ভেবে দেখ না
পুঁজি ছাড়া আখেরাতে নাজাত মিলবে না।
ফরমা ছাড়া ইটের সাইজ কভু গড়ে না
রাসূল ছাড়া জীবন মান সঠিক হবে না।
মানুষ রূপে জন্ম মোদের আল্লাহর গোলাম হই
রাসূল যাদের পথ দেখালেন তেমন মানুষ কই!
হক বাতিলের বন্ধুত্ব ভাই কেমন করে হয়?
যার বিরুদ্ধে অস্ত্র ধরতে মহান মালিক কয়।
চোর যখন ঘরে ঢোকে আলো টর্চ দূরে রাখে
টের পেলে মালিক যাতে আলো না জ্বালে।
ছালাত-ছিয়াম আদায় কর বেশী করে কুরআন পড়
পীর-মুরীদী ছেড়ে দিয়ে অহি-র আলোয় জীবন গড়।
পরকালে মুক্তির জন্য সঠিক দ্বীন অাঁকড়ে ধর
জান্নাত পেতে ইহকালে সৎ আমল অধিক কর।