কালোজিরা এবং চামেলি করোনা সংক্রমণ বন্ধ করে দিতে সক্ষম। সঊদী আরবের মদীনাস্থ তায়বাহ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবী করেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সফলভাবে চিকিৎসা করেছেন তারা। এজন্য কালোজিরা ব্যবহার করা হয়েছে; যা রাসূলুল্লাহ (ছাঃ)-এর দেখানো চিকিৎসা পদ্ধতি। এ ব্যাপারে গবেষক দলের একজন ডা. ছালেহ মুহাম্মাদ বলেন, আল্লাহর রহমতে, যেসব করোনা রোগীদের এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের সবাই সেরে উঠছে, তারা নিজেদের বাড়িতে যাওয়ার জন্য প্রস্ত্তত। এই পদ্ধতিতে রোগীদের সেরে উঠতে এক সপ্তাহের বেশী সময় লাগছে না। দেশটির তায়বাহ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ক্লিনিক্যাল বায়োক্যামিস্ট্রি অ্যান্ড মলিকুলার মেডিসিন বিভাগের গবেষকরা এ নিয়ে গবেষণা করেছেন। তাদের গবেষণাপত্রটি ছাপা হয়েছে মার্কিন জার্নাল ‘পাবলিক হেলথ রিসার্চ’-এ।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে সারিয়ে তোলার জন্য এই গবেষকরা পরামর্শ দিয়েছেন- দুই গ্রাম কালোজিরা, এক গ্রাম চামেলি ফুল, এক চামচ মধু একত্রে ভালোভাবে মিশিয়ে খেতে হবে। এসব খাওয়ার পর জুস কিংবা একটি কমলা খাওয়া যেতে পারে। লেবু খেতে পারলে ভালো হয়। এভাবে প্রতিদিন একবার করে খেতে হবে। করোনামুক্ত না হওয়া পর্যন্ত এভাবে খেতে হবে।

গবেষকরা আরো বলছেন, রোগী আক্রান্ত হিসাবে শনাক্ত হ’লে প্রথম সপ্তাহে দিনে পাঁচবার এভাবে খেতে হবে। আর পরবর্তী সময়ে মহামারী শেষ না হওয়া পর্যন্ত দিনে একবার করে খেতে হবে।

রোগীর যদি কাশি বেশী হয় এবং শ্বাস নিতে কষ্ট হয়, তাহ’লে কালোজিরা এবং লবঙ্গ মেশানো পানি গরম করে ধোঁয়া নাক দিয়ে টেনে নিতে পারেন। কিংবা কালোজিরা ও চামেলি পানিতে গরম করেও বাষ্প টেনে নিতে পারেন।

গবেষকরা বলছেন, যদি অক্সিজেনের অভাব হয়, তাহ’লে এক চামচ কালোজিরা, এক চামচ চামেলি এবং এক কাপ পানি একটি পাত্রে নিয়ে হালকা গরম করতে হবে। এভাবে দিনে পাঁচ থেকে ছয়বার পানি গরম করে বাষ্প নাক দিয়ে টেনে নিতে হবে।






মক্কায় ভিখারিণীর কাছ থেকে ২৭ লাখ টাকা জব্দ
ভাইকে কিডনী দিতে লটারী!
জাতিসংঘে ইমরান খানের হৃদয়স্পর্শী ভাষণ (কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান-ভারত যুদ্ধ হ’লে পুরো বিশ্বকে তার ফল ভোগ করতে হবে)
পবিত্র হজ্জ ১৪৩৬ সম্পন্ন (ইসলামের শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন) - -হজ্জের খুৎবায় সঊদী গ্র্যান্ড মুফতী
মুসলিম জাহান
মার্কিন সেনা আগ্রাসন শুরুর পর থেকে আফগানিস্তানে মাদক উৎপাদন ৫০ গুণ বৃদ্ধি
কা‘বা প্রাঙ্গনে ৭০ বছর ছালাত আদায়কারী ১১৮ বছর বয়সী আলেমের মৃত্যু
মুসলিম জাহান
মুসলিম জাহান
মুসলিম জাহান
পাকিস্তানের দীন মুহাম্মাদের হাতে লক্ষাধিক মানুষের ইসলাম গ্রহণ
নাস্তিকদের সন্ত্রাসী ঘোষণা সঊদী আরবের
আরও
আরও
.