মালদ্বীপের সাবেক ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল মজীদ আব্দুল বারী মৃত্যুবরণ করেছেন। গত ১৮ই মে একটি কনফারেন্সে যোগদানের জন্য শ্রীলংকায় গমন করেন এবং সেখানেই স্ট্রোকে আক্রান্ত হন। অতঃপর তিনদিন লাইফ সাপোর্টে থাকার পর ২২শে মে মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর। তিনি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ নাশীদের প্রশাসনে ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত ইসলাম বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাবেক প্রেসিডেন্ট মামূন আব্দুল কাইয়ূমের সময় ‘ইন্সটিটিউট অফ হলি কুরআন’-এর প্রধান হিসাবে নিযুক্ত হন। শিক্ষাজীবনে তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ‘তাফসীরুল কুরআন’ বিষয়ে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। তার মৃত্যুতে দেশটির বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামীন গভীর শোক প্রকাশ করেছেন। 

[উল্লেখ্য যে, গত বছর কক্সবাজারে রোহিঙ্গা ভাইবোনদের মাঝে ত্রাণ সহযোগিতার জন্য তিনি বাংলাদেশে আগমন করলে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কক্সবাজার যেলা দায়িত্বশীল ভাইয়েরা তাদের সার্বিক সহযোগিতা করেন। পরবর্তীতে আমীরে জামা‘আতের সাথে তাঁর বিভিন্ন সময়ে আলাপের প্রেক্ষিতে তিনি তাবলীগী ইজতেমা ২০১৮-তে অংশগ্রহণের দাওয়াত কবুল করেন। যদিও অনিবার্য কারণে পরে তা স্থগিত হয়ে যায়। তাঁর আকস্মিক মৃত্যুতে আমীরে জামা‘আত গভীর দুঃখ প্রকাশ করেন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। -সম্পাদক]






আরও
আরও
.