জামে‘আ সিরাজুল উলূম আস-সালাফিইয়াহ, ঝান্ডানগর, নেপাল-এর শিক্ষক প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল হান্নান ফায়যী (৮৫) দীর্ঘ ৫৫ বছরের শিক্ষকতা জীবন শেষে গত ৩রা ফেব্রুয়ারী শুক্রবার রাত ১০-টায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, অসংখ্য নাতি-নাতনী এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন বাদ যোহর তাঁর জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ছাহেবে মির‘আত আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরীর (১৯০৯-১৯৯৪ খৃঃ) ছেলে মাওলানা আব্দুর রহমান।

মাওলানা আব্দুল হান্নান ফায়যী ১৩৫৩ হিঃ মোতাবেক ১৯৩২ সালে ভারতের উত্তর প্রদেশের (ইউপি) সিদ্ধার্থনগর যেলার উতরী বাজার গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা মুহাম্মাদ যামান রহমানী (১৯০২-১৯৭৮ খৃঃ) দারুল হাদীছ রহমানিয়া দিল্লীর ফারেগ ছিলেন। তিনি জামে‘আ সিরাজুল উলূমে ত্রিশ বছর শিক্ষকতা করেন। ফায়যী উতরী বাজারের বাহরুল উলূম মাদরাসায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। অতঃপর ১৯৪৭ সালের দিকে দারুল উলূম শাশহানিয়াতে ভর্তি হন। ১৯৪৯ সালে তিনি পিতার সাথে জামে‘আ সিরাজুল উলূমে চলে যান এবং সেখানে মিশকাত পর্যন্ত পড়াশোনা করেন। এরপর ফায়যে ‘আম (মেŠনাথভঞ্জন) মাদরাসায় ভর্তি হন এবং ছয় বছর পড়াশোনা করে ১৯৫৮ সালে ফারেগ হন। এরপর থেকে তিনি আব্দুল হান্নান ফায়যী নামে প্রসিদ্ধি লাভ করেন। তাঁর শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খতীবে ইসলাম মাওলানা আব্দুর রঊফ ঝান্ডানগরী, শায়খুল হাদীছ মাওলানা শামসুল হক সালাফী, মাওলানা আব্দুর রহমান নাহবী, মাওলানা আব্দুল মুঈদ বেনারসী, মাওলানা মুফতী হাবীবুর রহমান ফায়যী, মাওলানা মুছলেহুদ্দীন আ‘যমী প্রমুখ।

ফায়যে ‘আম মাদরাসা থেকে ফারেগ হওয়ার পর তিনি বলরামপুর যেলার মাদরাসা ইসলামিয়ায় শিক্ষকতা জীবন শুরু করেন। এক বছর পর তিনি মাদরাসা সাঈদিয়ায় (দারানগর, বেনারস) চলে যান। সেখানে ৪ বছর পাঠদান করেন। ১৯৬৪ সাল থেকে মৃত্যু অবধি তিনি জামে‘আ সিরাজুল উলূমে শিক্ষকতার পাশাপাশি মুফতীর দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। মাঝখানে তিনি কয়েক বছর জামে‘আ সিরাজুল উলূমের শায়খুল জামে‘আহও ছিলেন। ১৯৭৪-৭৭ চার বছর তিনি জামে‘আ সালাফিইয়াহ বেনারসে শিক্ষকতা করেন। শিক্ষকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দ ‘অল ইন্ডিয়া আহলেহাদীছ কনফারেন্স’ পাকোড় সম্মেলনে তাঁকে পুরস্কারে ভূষিত করে। তাঁর ছাত্রদের মাঝে ড. রেযাউল্লাহ মুবারকপুরী, মাওলানা মুহাম্মাদ মুস্তাকীম সালাফী, মাওলানা আব্দুল বারী মাদানী (শিক্ষক, ইমাম মুহাম্মাদ বিন সঊদ ইসলামী বিশ্ববিদ্যালয়, সঊদী আরব), মাওলানা ছালাহুদ্দীন মকবূল আহমাদ, মাওলানা আব্দুল্লাহ মাদানী ঝান্ডানগরী, বিশিষ্ট মুহাক্কিক ড. উযাইর শামস, মাওলানা খোরশেদ আহমাদ সালাফী, মাওলানা অছিউল্লাহ মাদানী, মাওলানা আব্দুল মান্নান সালাফী প্রমুখ অন্যতম। তাঁর একমাত্র পুত্র মাওলানা আব্দুল মান্নান সালাফী এবং পৌত্র সঊদ আখতার সালাফী উভয়েই জামে‘আ সালাফিইয়াহ বেনারস ফারেগ এবং বর্তমানে জামে‘আ সিরাজুল উলূমে শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি সাংগঠনিক দায়িত্বও পালন করেন। তিনি প্রায় ১০ বছর জমঈয়তে আহলেহাদীছ বঢ়নীর আমীর এবং বিশ বছরের বেশী যেলা ও স্থানীয় জমঈয়তে আহলেহাদীছ-এর মজলিসে শূরা ও আমেলার সদস্য ছিলেন।  

[আমরা তাঁদের রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁদের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]






আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (মাসিক ইজতেমা, তা‘লীমী বৈঠক, সুধী সমাবেশ, সোনামণি)
‘আহলেহাদীছ আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম-এর মৃত্যু
বন্যার্তদের পাশে আমীরে জামা‘আত (২২, ২৭ ও ২৯শে আগষ্ট’১৭ মঙ্গল, রবি ও মঙ্গলবার)
সংগঠন সংবাদ
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমীরে জামা‘আতের সাক্ষাৎ
ধর্ম ও নৈতিক শিক্ষা বাতিলের প্রস্তাব প্রত্যাহার করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাসিক ইজতেমা
ব্লাড গ্রুপিং ও ক্যাম্পিং
সুধী সমাবেশ
মৃত্যু সংবাদ
সংগঠন সংবাদ
আরও
আরও
.