আতিয়ার রহমান
মাদরা, সোনাবাড়িয়া, সাতক্ষীরা।
উঠল আজি পশ্চিমেতে
রামাযানের ঐ নতুন চাঁদ,
মিটিয়ে নিবে মুমিনগণের
লক্ষ পাপের ইমারাত।
নাই মোটে তাই দুঃখ-ব্যথা
সুখ সাগরে দেয় সাঁতার,
আটকা পেল শয়তানেরা
সব পাতকের রুদ্ধ দ্বার।
থাকবে না আর এই ধরাতে
পঙ্কিলতার ভয়-ভীতি,
মুছবে মনের সব কালিমা
আর হবে না ক্ষয়ক্ষতি।
আল্লাহ ছাড়া কারোর কাছে
করব না আর শির নত,
পাক কালেমার বাস্তবতা
চলব ক্ষতি হউক যত।
আজ হরষের উঠল তুফান
মিটল মনের শংকা ভয়,
বন্দেগীতে মন ডুবিয়ে
ফেরদৌসকে করব জয়।
শেষ দিবসে আল্লাহর দেওয়া
লইব ইনাম হাত পেতে,
রাইয়ান নামক তোরণ দিয়ে
ঢুকব মোরা জান্নাতে।
জাহান্নামের সব দরজা
বন্ধ হ’ল রামাযানে,
তাই তো খুশীর উঠল তুফান
ফুর্তি হরষ সবখানে।
সব ভরসা নাই নিরাশা
আজকে খুশীর মাসটাতে
আল্লাহর দেওয়া ওয়াদাগুলো
পূর্ণ হবে শেষটাতে।