শাকিলা তাবাস্সুম
আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
জয়পুরহাট ছিদ্দীকিয়া কামিল (এম,এ) মডেল মাদ্রাসা,
জয়পুরহাট।
করোনা ভাইরাস তা কি চোখে দেখেছ?
সে কি দৈত্যাকৃতির বিশাল দেহী কোন জন্তু?
না-কি হিংস্র-ভয়ংকর কিছু?
এমন কিছুই সে তো নয়;
যার অস্তিত্বই তোমার দৃষ্টিগোচর নয়!
তবে এত ক্ষুদ্রের আবার কিসের ভয়?
ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাসের আছে কি কোন সাধ্য?
জীবন নাশ করতে পারে আল্লাহর হুকুম ব্যতীত?
এটাতো প্রভুর শাস্তির ছোট্ট উদাহরণ!
মুত্তাক্বীরা এ থেকে করবে শিক্ষাগ্রহণ।
ভেবে দেখেছ কি একবার?
তুচ্ছ করোনার ভয়ে যখন এতটা সন্ত্রস্ত,
কবর ও জাহান্নামের ভয়ে তুমি কতটা ত্রস্ত?
করোনা থেকে বেঁচে লাভ কি বল
যদি অবিরত মরতে হয় মরণের পর?
কিভাবে বাঁচবে জাহান্নাম থেকে যা জ্বলবে নিরন্তর?
কথিত সুশিক্ষিত অন্ধ জ্ঞানীরা,
আল্লাহর গযবকে বলে দুর্যোগ,
করতে চায় মোকাবিলা, তারা কতটা নির্বোধ?
বিচার দিবসে রবে কি তারা হোম কোয়ারেন্টিনে?
শাস্তি থেকে পাবে পরিত্রাণ কোন সুরক্ষা মেনে?
‘করোনা’কে নয়, ভয় করলে আল্লাহর কঠিন শাস্তি,
ক্ষমা করে দিবেন তিনি আমাদের ভুল-ভ্রান্তি।
আল্লাহ যেন ক্ষমা করেন আমাদের গুনাহ যত,
নেই ক্ষমতা তাঁর শাস্তি সহ্য করার মত।
হে প্রভু! লকডাউন করে দিন ইসলাম বহির্ভূত সব,
দিকে দিকে ছড়িয়ে পড়ুক আল্লাহর সন্তোষ ও নাজাত।
ঘরে ঘরে পৌঁছবে তবেই হেদায়াতের বাণী,
চারিদিকে ছড়াবে অদম্য শক্তি ঈমানী।