হিন্দুর পূজা দেখতে গেছে মুসলমানের ছেলে,
দুর্গার নামে বলি দিয়ে ভাজল ছওয়াব তেলে।
মহালয়ায় গান ধরেছে, নাচতে গেলা ক্যানে?
কিসের টানে যাও ওখানে? টানছে দেবী বাণে?
অঞ্জলি আর চন্ডীপাঠে মজে থাকো তুমি,
ডাকছে তোমায় দুর্গা দেবী, করো চরণ-চুমি।
ধূপ-ধুনাতে প্রণাম ঠুকে দেবীর নামে সঁপো,
অন্তমিলের ছন্দ দিয়ে রোজা-পূজা মাপো।
কুরবানিতে ডেকো ওদের, আসা তাদের হারাম,
ওদের পূজায় যাও কেন ভাই, এত কিসের আরাম?
ঢাকের সুরে ডাকে বুঝি আযান তবে বেসুর?
মেলায় খেলে মুড়ি মুড়কি হবে অশেষ কসুর।
ছালাত ছিয়াম কোথায় তোমার, মূর্তি পূজা কর!
জোর গলায় আবার বল, আল্লাহ সবার বড়।
-এস এম ইউসুফ