বিশ্বে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার এক নারীর মস্তিষ্কে ৮ সেন্টিমিটার (৩ ইঞ্চি) লম্বা জ্যান্ত কৃমি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিবিসি জানায়, গত বছর ক্যানবেরা শহরে ঐ নারীর মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় ‘সুতার মতো দেখতে’ কৃমিটি বের করে আনা হয়।

অস্ত্রোপচারকারী ড. হারি প্রিয়া বানডি বলেন, ‘আমরা কখনই এরকম হবে ভাবিনি। সবাই হতভম্ব হয়ে গিয়েছিল। ৬৪ বছর বয়সী ঐ নারী বেশ কিছুদিন ধরে পেটে ব্যথা, কাশি ও রাতে অতিরিক্ত ঘামসহ কয়েকটি উপসর্গে ভুগছিলেন। একই সঙ্গে তার স্মৃতিশক্তি লোপ পাচ্ছিল এবং তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন। ২০২১ সালের জানুয়ারী মাসের শেষ দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্ক্যানে তার ডান পাশের মস্তিষ্কের সম্মুখভাগে অস্বাভাবিক ধরনের ক্ষত দেখা যায়। তবে ২০২২ সালের জুন মাসে মস্তিষ্কে অস্ত্রোপচারের পরই তার অসুস্থতার আসল কারণ ধরা পড়ে। চিকিৎসকদের ধারণা কৃমিটি ঐ নারীর মস্তিষ্কে হয়ত ২ মাসের মতো ছিল। নিউসাউথ ওয়েলস রাজ্যের একটি লেকপাড়ের বাসিন্দা ঐ নারী এখন সুস্থ হয়ে উঠছেন।







আরও
আরও
.