এ মহাবিশ্বের সকল সৃষ্টি
সবই যে তোমার দান,
তুমি গফূর তুমি গাফ্ফার
রহীম ও রহমান।
সকল সৃষ্টি করিছে সিজদা
শির করে অবনত,
তোমার মহিমা করিছে প্রচার
দিবা-নিশি অবিরত।
মানুষকে তুমি দিলে মর্যাদা
সকল সৃষ্টির সেরা,
বক্র-সরল দিয়েছ চিনিতে
বুদ্ধি ও বিবেক দ্বারা।
হে রহীম রহমান!
এ মহাবিশ্বের সকল সৃষ্টি
গায় তব জয়গান!
তুমি গফূর তুমি গাফ্ফার রহীম ও রহমান।
কুদরতে তব চালিত যে সবি
এ মহাবিশ্ব ধাম,
তাসবীতে তব থেকে অবিরত
জপিছে তোমার নাম।
নে‘মতে ভরা সাজিয়েছ ধরা
মানুষকে করেছ দান,
সকলি তোমার দান।
হে মহান পরোয়ার!
আমাদের তরে এপার ওপার,
কর না রুদ্ধদ্বার।
***