পবিত্র হজ্জ পালনের আগ্রহ থাকলেও সামর্থ্য ছিল না নরসিংদীর বাসিন্দা মতীউর রহমানের। তবে ইচ্ছা ছিল প্রবল। তাই হৃদয়ের সংকল্পকে পুঁজি করে দীর্ঘ ৬০ বছর যাবৎ পত্রিকা বিক্রির লাভ থেকে প্রতিদিন ২০ টাকা ৩০ টাকা করে বাঁচিয়ে জমানো টাকায় তিনি গত বছর ২০২২ সালে হজ্জ পালন করেছেন। বয়সের ভারে ন্যুব্জ (৭০) হয়ে গেলেও এখনো থেমে নেই তার দৈনন্দিন পত্রিকা বিক্রির কাজ।

[আল্লাহ তার হজ্জ কবুল করুন এবং ফরয পালনে তার এই অদম্য আগ্রহ ও দীর্ঘ অধ্যবসায় থেকে আমাদের শিক্ষা গ্রহণের তাওফীক দান করুন (স.স.)]।







আরও
আরও
.