আল-কুরআনের পথ ধরে চল মুমিন ভাই!

এর চেয়ে শ্রেষ্ঠ বাণী এই দুনিয়ায় নাই।

কুরআন মহান রবের বাণী,

সকল কথা সঠিক জানি,

মানতে হবে কুরআন যদি জান্নাতে যেতে চাই,

এসো মুমিন কুরআন পড়ি, কুরআনের গান গাই।

সকল মতের ওপরে ভাই কুরআনের মত সেরা,

এই জীবনে তাইতো তারই পথ ধরেছি মোরা।

কুরআন সে তো সাক্ষীদাতা,

মিটায় যত ভুল ও খাত্বা।

কুরআন সে তো আর দশটা বইয়ের মত নয়,

পড়লে কুরআন হরফ প্রতি দশটি নেকী হয়।

তাই এসো ভাই কুরআন পড়ি, কুরআন অাঁকড়ে ধরি,

সকল কিছু শেখার আগে কুরআন শুদ্ধ করি।

কুরআন যদি থাকে আমার

কি প্রয়োজন দুঃখ করার।

কুরআন থাকলে আছে সবি কুরআন বিনে নাই,

কুরআন দিয়েই জীবন গড়ি এসো মুমিন ভাই।

-আবু রায়হান, বাগাতিপাড়া, নাটোর।








আরও
আরও
.