সঊদী
আরবের রাজধানী রিয়াদে ভারী বৃষ্টিপাত ও বালুঝড়ের কারণে শেষ মুহূর্তে বাতিল
হয়েছে একটি কে পপ কনসার্ট। গত ১৪ই জানুয়ারী উন্মুক্ত স্থানে আয়োজিত
অনেকগুলো ইভেন্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আরব নিউজের
প্রতিবেদনে বলা হয়, ঐদিন সন্ধ্যা সাড়ে ৭-টায় কে পপ কনসার্টটি অনুষ্ঠিত
হওয়ার কথা ছিল। তাতে সঙ্গীত পরিবেশনের কথা ছিল কে পপ ব্যান্ড স্ট্রে কিডস
এবং দক্ষিণ কোরীয় গায়ক চুংহার। তাদের গান শুনতে বিক্রি হয়ে যায় সবগুলো
টিকেটও। কিন্তু সূর্যাস্তের পর থেকেই শহরজুড়ে বৃষ্টিপাত শুরু হয়। এর
কিছুক্ষণের মধ্যে ঘণ্টায় ৩১ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া শুরু হয়।
কনসার্টের আয়োজক জেনারেল এন্টারটেইনমেন্টের সিইও এবং রিয়াদ সিজনের চেয়ারম্যান তুর্কী আল-শেখ জানিয়েছেন, রিয়াদের আবহাওয়ার কারণেই ইভেন্টগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।