ইউসুফপুর-সিপাইপাড়া, চারঘাট, রাজশাহী ১৩ই নভেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার চারঘাট উপযেলাধীন ইউসুফপুর-সিপাইপাড়া দারুল হাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা ডা. ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘শিক্ষা বোর্ড’-এর সচিব ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার সিনিয়র শিক্ষক শামসুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর যুববিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহীম, দফতর সম্পাদক মুহাম্মাদ রবীউল ইসলাম ও বাগমারা উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ খোরশেদ আলম।

হাটগাঙ্গোপাড়া, বাগমারা, রাজশাহী ২রা জানুয়ারী রবিবার : অদ্য সকাল ১০-টায় যেলার বাগমারা উপযেলাধীন হাটগাঙ্গোপাড়া বাজারে হাটগাঙ্গোপাড়া দারুল হাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার এস.এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবু সাঈদ আহমাদ আলী, হাটমচমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) মুহাম্মাদ আহসান আলী, হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) মুহাম্মাদ নূরুল ইসলাম ও অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাফেয মাওলানা বেলালুদ্দীন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বাগমারা উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান।

আরামনগর, জয়পুরহাট ৮ই জানুয়ারী শনিবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় যেলা শহরের আরামনগর আহলেহাদীছ জামে মসজিদ সংলগ্ন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার পরিচালক ডা. মুহাম্মাদ আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর সহকারী পরিদর্শক মুহাম্মাদ ফেরদাঊস। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন জয়পুরহাট যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ নাজমুল হক।






সুধী সমাবেশ/ মাসিক ইজতেমা
মারকায সংবাদ (দাখিল পরীক্ষা ২০২০-এর ফলাফল)
সুধী সমাবেশ ও আলোচনা সভা
যাবতীয় জঙ্গীবাদী চিন্তাধারা হতে বিরত থাক - ছাত্রদের প্রতি আমীরে জামা‘আত
আলোচনা সভা
মাসিক ইজতেমা
সোনামণি
শিক্ষা সফর ২০১৯ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
রোহিঙ্গাদের উপর নির্মম রাষ্ট্রীয় নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান - -মুহতারাম আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
কর্মী সম্মেলন ২০১৫ (আছহাবে কাহফের যুবকদের মত দৃঢ়চিত্ত হও!) - -মুহতারাম আমীরে জামা‘আত
জামা‘আতবদ্ধভাবে দাওয়াতী ময়দানে ঝাঁপিয়ে পড়ুন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২২, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.