ইউসুফপুর-সিপাইপাড়া, চারঘাট, রাজশাহী ১৩ই নভেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার চারঘাট উপযেলাধীন ইউসুফপুর-সিপাইপাড়া দারুল হাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা ডা. ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘শিক্ষা বোর্ড’-এর সচিব ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার সিনিয়র শিক্ষক শামসুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর যুববিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহীম, দফতর সম্পাদক মুহাম্মাদ রবীউল ইসলাম ও বাগমারা উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ খোরশেদ আলম।

হাটগাঙ্গোপাড়া, বাগমারা, রাজশাহী ২রা জানুয়ারী রবিবার : অদ্য সকাল ১০-টায় যেলার বাগমারা উপযেলাধীন হাটগাঙ্গোপাড়া বাজারে হাটগাঙ্গোপাড়া দারুল হাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার এস.এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবু সাঈদ আহমাদ আলী, হাটমচমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) মুহাম্মাদ আহসান আলী, হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) মুহাম্মাদ নূরুল ইসলাম ও অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাফেয মাওলানা বেলালুদ্দীন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বাগমারা উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান।

আরামনগর, জয়পুরহাট ৮ই জানুয়ারী শনিবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় যেলা শহরের আরামনগর আহলেহাদীছ জামে মসজিদ সংলগ্ন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার পরিচালক ডা. মুহাম্মাদ আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর সহকারী পরিদর্শক মুহাম্মাদ ফেরদাঊস। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন জয়পুরহাট যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ নাজমুল হক।






যেলা সম্মেলন (রাজশাহী-পূর্ব) আশূরা চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিখাদ ইসলামী সমাজ কায়েমে ব্রতী হউন - -মুহতারাম আমীরে জামা‘আত
প্রশিক্ষণ; মাসিক ইজতেমা; তা‘লীমী বৈঠক; কেন্দ্রীয় দাঈর সফর
বগুড়ায় ব্যতিক্রমধর্মী দাওয়াতী সফর (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
যাকাত শীর্ষক আলোচনা সভা
যেলা সম্মেলন : নওগাঁ ২০১৯ (ঈমানদার মানুষ ব্যতীত শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়)
রোহিঙ্গা আলেম-ওলামার সমন্বয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইসলামী আক্বীদা বিষয়ক সেমিনার
মাওলানা শামসুদ্দীন-এর মৃত্যু সংবাদ
আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক
আব্দুল মান্নান-এর মৃত্যু সংবাদ
সোনামণি প্রশিক্ষণ
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ
মাদরাসার ভিত্তি স্থাপন
আরও
আরও
.