ভবানীপুর, সাতক্ষীরা ১লা এপ্রিল বৃহস্পতিবার : অদ্য
বাদ আছর যেলার সদর থানাধীন ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ময়দানে
‘যুবসংঘ’ ভবানীপুর এলাকার উদ্যোগে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইনের
সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত
ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান,
‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক আবু
তাহের। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি
মাওলানা আব্দুল মান্নান, বাঁকাল দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ-র শিক্ষক
মুহাম্মাদ সোহেল, যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি দেলোয়ার হোসাইন, ‘সোনামণি’র
পরিচালক আব্দুল্লাহ জাহাঙ্গীর ও কাকডাঙ্গা এলাকা ‘আন্দোলন’-এর সাংগঠনিক
সম্পাদক মাওলানা শামসুল আলম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর
যুববিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন।