টাইফুনকে আমরা ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ হিসাবে দেখে থাকি। কিন্তু এই দুর্যোগকেও কাজে লাগাতে চলেছে জাপানী বিজ্ঞানীরা। তারা এমন এক টারবাইন বানিয়েছেন, যা ঝড়ের তীব্র শক্তি কাজে লাগিয়ে ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন করবে! তার এই তত্ত্ব যদি সঠিক হয়, তবে একটি টাইফুনের আঘাতে জাপান অন্ততপক্ষে ৫০ বছর চলতে পারবে। খবরে প্রকাশ, বিশ্বের সর্বপ্রথম এই টাইফুন টারবাইনের উদ্ভাবক হলেন আতুশু শিমিজু। অত্যন্ত টেকসই এই ডিভাইসটি টাইফুনের জোরালো শক্তিকে শুধু আটাকাবেই না, সেই সঙ্গে একে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিতও করবে! শিমিজুর মতে, ‘বর্তমানে জাপানের সৌরশক্তির চেয়ে বেশী বায়ুশক্তি রয়েছে, যা কাজে লাগানো হচ্ছে না’।

বর্তমানে টারবাইনটির একটি ফাংশনাল প্রোটোটাইপ স্থাপন করা হয়েছে। উদ্দেশ্য উচ্চ বায়ুচাপে ডিভাইসটি পরীক্ষা করা। তাই বিশেষজ্ঞরা এখন অপেক্ষা করছেন একটি টাইফুনের। উলে­খ্য, চলতি বছর ইতিমধ্যে জাপানে ৬টি টাইফুন হয়েছে।

[আল্লাহ যা কিছুই করেন, বান্দার মঙ্গলের জন্য করেন। প্রয়োজন কেবল বিজ্ঞানী ও কৃতজ্ঞ বান্দার (স.স.)]






আরও
আরও
.