এই প্রথম দেশে চার চাকার সোলার কার উদ্ভাবন করল বাংলাদেশী তরুণ বুলবুল। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাসিন্দা। ২০১০ সাল থেকে তিনি সোলার কার বানানোর প্রচেষ্টা শুরু করেন। শুরুতে তিনি নানান প্রতিবন্ধকতার মুখোমুখী হন। কিন্তু বাঁধা পেয়েও থেমে থাকেননি। সাত বছরের প্রচেষ্টার পর সফলতা পান। তৈরি করেন চার চাকার সোলার কার। যেটি দেখতে গাড়ির মতই। গাড়ির মত স্ট্রিয়ারিংও আছে। বুলবুল তার উদ্ভাবিত গাড়িটির নাম দিয়েছেন ‘এমবিআই সোলার কার’।

মোট পাঁচ আসনের এ যানটি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিতে চলবে। গাড়িটিতে ৮০ ওয়াটের চারটি সোলার প্যানেল ও ১২ ভোল্টের পাঁচটি ব্যাটারী ব্যবহার করা হয়েছে। সোলার কারটি তৈরি করতে বুলবুলের খরচ হয়েছে দেড় লাখ টাকার কিছু বেশী। সোলারের পাশাপাশি বিদ্যুৎ দিয়ে ব্যাটারী চার্জ করা যাবে। বুলবুল বলেন, দিনের বেলায় গ্যাস ও বিদ্যুৎ ছাড়াই চলবে চার চাকার এই গাড়ি। তাই খরচ নেই বললেই চলে।






আরও
আরও
.