যাকারিয়া, ফুলবাড়িয়া, কুষ্টিয়া।


আজ বড় মূল্যহীন মানব জীবন

নির্মমভাবে করছে মৃত্যুকে বরণ।

সাগর-নদীতে ভাসে খন্ডিত লাশ

মানুষ খুঁজে পায় না স্বস্তির আবাস।

ত্রাসের রাজ্য এনেছে দানবের দল

আতঙ্ক অনলে পড়ে ধরণীর তল।

চারিদিকে সয়লাব নারী আর মদ

মানুষ সব ভুলেছে ঈমানের স্বাদ।

সূদের সাথে জড়িত লক্ষ-কোটি প্রাণ

মধুর সম্পর্ক আজ ভেঙ্গে খান খান।

আজ সমাজে অশান্তি স্বার্থের টানে

অন্যের ক্ষতির চিন্তা আঁকে মনে মনে।

চুরি আর ডাকাতিতে জাতি গতিহীন

দরিদ্র, দারিদ্র্য লয়ে থাকে চিরদিন।

গোলমালে ভরপুর বিশ্ব রাজনীতি

রাজা-রাণী সব আছে নেই শুধু নীতি।

অশান্তি আর অশান্তি শান্তি কোথাও নাই

অশান্তির দাবানলে বিশ্ব পুড়ে ছাই।

সবাই চায় যে শান্তি খুঁজে তা না পায়

ব্যর্থতার গ্লানি লয়ে ঊর্ধ্বপানে চায়।

নৈতিক শিক্ষার কথা বলেন জ্ঞানীজনে

সকল তত্ত্বই ব্যর্থ অশান্তি দমনে।

ইসলামেই নিহীত সব সমাধান

ওমরের (রাঃ) শাসনে তা বাস্তব প্রমাণ।

তাই জ্ঞানী বিশ্ববাসী! ছাড় সব মত

ইসলামই কেবল মুক্তির অভ্রান্ত পথ।






আরও
আরও
.