উত্তর :
সরকার মসজিদের জমি অধিগ্রহণ করেছে এর ক্ষতি পূরণ মসজিদই পাবে, দাতা নন।
কারণ জমিদাতা শর্তহীনভাবে তার জমি মসজিদে ওয়াকফ করেছেন। বর্তমানে উক্ত জমির
মালিক মসজিদ। এক্ষণে মসজিদ কর্তৃপক্ষ মসজিদ সংশ্লিষ্ট যেকোন কাজে উক্ত
অর্থ ব্যয় করতে পারেন। প্রয়োজনে মসজিদের ইমাম বা মুওয়াযযিনের বেতনও দিতে
পারেন (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ১৭/৩১; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১০/৫৫)।
প্রশ্নকারী : গোলাম মাওলা, বটিয়াঘাটা, খুলনা।