উত্তর : হায়েয
এবং নিফাসের অবস্থায় ই‘তিকাফ করা যাবে না। যদি ই‘তিকাফ অবস্থায় হায়েয শুরু
হয়ে যায় অথবা সন্তান প্রসব হয়ে যায়, তবে ই‘তিকাফ ভঙ্গ হয়ে যাবে। এছাড়া
রাসূল (ছাঃ) ঈদের ময়দানে উপস্থিত হওয়ার জন্য ঋতুবতী নারীদেরকে নির্দেশ
দিলেও তাদেরকে ছালাত আদায় থেকে নিষেধ করেছেন’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪৩১)। তবে ইস্তিহাযা অবস্থায় ই‘তিকাফ করতে পারবে (বুখারী হা/৩১০-৩১১)।