উত্তর :
উক্ত তাঁবুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সম্পর্কে বুখারী ও মুসলিমে ৬০ ও ৩০
উভয় বর্ণনা এসেছে। এর ব্যাখ্যায় মানাবী বলেন, জান্নাতে মুমিনগণের মর্যাদার
কমবেশীর কারণে তাদের তাঁবুর প্রশস্ততা ও উচ্চতা কমবেশী করা হবে (ছহীহুল জামে‘ হা/২১৮২-এর ব্যাখ্যা; মানাবী, ফায়যুল ক্বাদীর শরহ জামে‘ ছাগীর হা/২৩৯০, ২/৫০২ পৃঃ)।