মার্কিন
কোটিপতি ডেনিস টিটো ২০০১ সালের ৩০শে এপ্রিল রাশিয়ার সয়ুজ রকেটে করে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। তিনিই বিশেবর প্রথম মহাকাশ পর্যটক।
ওই সময় তাঁর বয়স ছিল ৬০ বছর। তিনি বলেন, আমি মহাকাশের গাঢ় অন্ধকার ও দূরে
পৃথিবীর বক্রতা চোখে পড়ল। আমি উচ্ছ্বসিত ছিলাম। এটা ছিল আমার জীবনের সবচেয়ে
স্মরণীয় ঘটনা।
[দেড় হাযার বছর পূর্বে মাক্কী সূরা হা-মীম সাজদাহ ও দুখানে এ বিষয়ে বলা হয়েছে যে, আকাশ মন্ডল ধূম্রকুন্ড বিশেষ। যা গভীর অন্ধকার। আধুনিক বিজ্ঞান যা এখন প্রমাণ করে দিচ্ছে (স.স.) ]।