সৌরজগতের বাইরে ২৪টি ‘বাসযোগ্য’ গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এরই মধ্যে এই গ্রহগুলো চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। গবেষকেরা বলছেন, ‘আমাদের সৌরজগতের কাছাকাছি থাকা যেসব সৌরব্যবস্থায় তুলনামূলক ধীরগতিতে গ্রহ আবর্তিত হয়, সেগুলোর নক্ষত্রের আয়ু সূর্যের চেয়ে বেশী হয়ে থাকে। আর এসব সৌরব্যবস্থার গ্রহগুলোর সঙ্গেই পৃথিবীর বেশী মিল পাওয়া যায়’। ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, গবেষণাপত্রটিতে বলা হয়েছে, ‘অত্যন্ত বাসযোগ্য’ এমন ২৪টি গ্রহ চিহ্নিত করা হয়েছে। এসব গ্রহের বয়স তুলনামূলক বেশী, আকারে কিছুটা বড়, উষ্ণতা বেশী এবং ধারণা করা হচ্ছে পৃথিবীর চেয়ে এই গ্রহগুলোতে আর্দ্রতা বেশী। সংশ্লিষ্ট গবেষকেরা জানিয়েছেন, শুরুতে তাঁরা অত্যন্ত বাসযোগ্য হওয়ার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করেছিলেন। পরে প্রায় সাড়ে ৪ হাযার গ্রহ থেকে ২৪টিকে বাছাই করা হয়। এই ২৪টি গ্রহের সবক’টিরই অবস্থান পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষের বেশী দূরত্বে।

[যত বাসযোগ্য গ্রহ আবিষ্কৃত হৌক, সবেরই সৃষ্টিকর্তা আল্লাহ। অতএব আলহামদুলিল্লাহি রবিবল ‘আলামীন। সবারই জন্য প্রযোজ্য আল্লাহর একক বিধান (স.স.)।]






আরও
আরও
.