ওছমানীয় খেলাফতের সর্বশেষ উত্তরসূরী দুন্দার আব্দুল করীম ওছমানোগলু সিরিয়ার রাজধানী দামেষ্কে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজিঊন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। এক টুইট বার্তায় তার পরিবারের সদস্য ওরহান ওছমানোগলু একথা জানিয়েছেন। ১৯২৪ সালে ওছমানীয় খেলাফতের বিলুপ্তির পর দুন্দার আব্দুল করীমের পিতাকে তুরস্ক থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তারা সিরিয়ার রাজধানী দামেষ্কে বসবাস শুরু করেন। ১৯৫২ সালে ওছমানীয় বংশের নারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। অতঃপর ১৯৭৪ সালে এ বংশের পুরুষদেরকেও দেশে ফিরে আসার অনুমতি দয়া হয়। অল্প কয়েকজন দেশে ফিরে গেলেও বাকিরা বিদেশেই থেকে গেছেন।






আরও
আরও
.