ইসলামী সম্মেলন

কুরবানীর শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজ সংস্কারে ব্রতী হউন

-মুহতারাম আমীরে জামা‘আত

ভবানীগঞ্জ, বাগমারা, রাজশাহী ২৫ নভেম্বর বৃহস্পতিবার: অদ্য বাদ আছর যেলার বাগমারা থানাধীন ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ভবানীগঞ্জ এলাকার উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী  সম্মেলনে  প্রধান অতিথির ভাষণে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, অধিকাংশ মানুষ আজ ভোগের প্রতিযোগিতায় মত্ত। অথচ ত্যাগ ব্যতীত দুনিয়া ও আখেরাতে কোন কিছুই হাছিল করা সম্ভব নয়। অতএব আসুন আমরা ইবরাহীমী ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ সংস্কারে ব্রতী হই।

এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি ও স্থানীয় বালানগর ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (কমপ্লেক্স) নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার শিক্ষক মাওলানা রুস্তম আলী ও স্থানীয় হাফেয মাহবূবুর রহমান প্রমুখ। সম্মেলনে ইসলামী জাগরণী পরিবেশন করেন আল-হেরা শিল্পীগোষ্ঠীর প্রধান মুহাম্মাদ শফীকুল ইসলাম।

আসুন! পরকালীন ব্যবসায়ে প্রতিযোগিতা করি

-মুহতারাম আমীরে জামা‘আত

বড় হাশিমপুর, দিনাজপুর ৫ ডিসেম্বর শনিবার:  অদ্য বাদ মাগরিব যেলার রাণীরবন্দর থানাধীন বড় হাশিমপুর বালিকা ও হাফিযিয়া মাদরাসার উদ্যোগে হাশিমপুর ফুটবল ময়দানে এক বিশাল ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের সাবেক উপদেষ্টা জনাব এ কে এম ফযলুল করীম দুলু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথির ভাষণে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সিনিয়র প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল­াহ আল-গালিব ব্যবসায়ী ও ধনিক শ্রেণী এবং জনগণের প্রতি উপরোক্ত আহবান জানান। স্মরণকালের নযীরবিহীন এই ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত বলেন, অহি-র আলোকিত রাজপথ ধরে এগিয়ে চলুন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। ব্যক্তিজীবন থেকে শুরু করে জীবনের সকল দিক ও বিভাগকে অহি-র আলোকে ঢেলে সাজাতে পারলেই কেবল জান্নাতে যাওয়া সম্ভব। পরকালীন অনন্ত জীবনে জান্নাত লাভের লক্ষ্যে অহি-র বিধান মেনে চলা ব্যতীত বিকল্প কোন পথ নেই।

স্থানীয় সুধী জনাব যাকারিয়ার পৃষ্ঠপোষকতায় ও যেলা ‘আন্দোলন’-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (কমপে­ক্স) নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ, আল-হেরা শিল্পী গোষ্ঠী প্রধান মুহাম্মাদ শফীকুল ইসলাম ও ভান্দ্রা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল ওয়াকীল প্রমুখ। সম্মেলনের পূর্বে ও পরে আমীরে জামা‘আত এলাকার গুণীজনের সাথে দীর্ঘ মতবিনিময় করেন। অতঃপর রাত ৩-টায় রওয়ানা হয়ে সকাল ৯-টায় তিনি রাজশাহী এসে পৌঁছেন।

পথসভা: যাওয়ার পথে মুহতারাম আমীরে জামা‘আত তাঁর বিশেষ আগ্রহ ও উদ্যোগে প্রতিষ্ঠিত খানসামা উপযেলাধীন ভাবকী-চন্ডিপাড়া আহলেহাদীছ জামে মসজিদ পরিদর্শন করেন ও সেখানে দুপুরে আতিথ্য গ্রহণ করেন। ইতিপূর্বে ২০০২ সালের ২৯শে মার্চ শুক্রবার দিনাজপুর সফরকালে ১৭৮০ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত উক্ত জরাজীর্ণ মসজিদটি মুহতারাম আমীরে জামা‘আতের দৃষ্টিগোচর হয় এবং তিনি এটাকে কুয়েতী অনুদানে প্রতিষ্ঠা করেন। ভাবকী থেকে অতঃপর তিনি হাশিমপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে বিকাল সাড়ে ৪-টায় মুহতারাম আমীরে জামা‘আত রাণীরবন্দর এলাকা ‘যুবসংঘে’র উদ্যোগে আয়োজিত এক পথসভায় যাত্রাবিরতি করেন এবং সমবেত বিপুল সংখ্যক কর্মী ও সুধীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জনাব মূসা শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মাহফূযুর রহমান, আল-হেরা শিল্পীগোষ্ঠী প্রধান মুহাম্মাদ শফীকুল ইসলাম ও জনাব খয়রাত হোসাইন প্রমুখ।

সব তন্ত্র-মন্ত্র ছেড়ে সত্যিকারের মানবতাবাদী হউন!

-মুহতারাম আমীরে জামা‘আত

বগুড়া ৯ ডিসেম্বর বুধবার: অদ্য বিকাল ২-টা হ’তে মাগরিব পর্যন্ত শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেসা খেলার মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বগুড়া যেলার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল­াহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। আহলেহাদীছের পরিচয় তুলে ধরে সমবেত বিরাট সমাবেশের উদ্দেশ্যে তিনি বলেন, আহলেহাদীছ নতুন কিছু নয়, এটি ছাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা নির্ভেজাল ও শান্তিপূর্ণ ধর্মীয় সংস্কার আন্দোলনের নাম। আল্লাহ প্রেরিত মহান ইসলামের যে আদিরূপ পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের বুকে সংরক্ষিত আছে তা মানুষের আক্বীদায় ও আমলে সুপ্রতিষ্ঠিত করার আন্দোলনই হচ্ছে আহলেহাদীছ আন্দোলন। তিনি বলেন, কেবলমাত্র বুকে হাত বাঁধা, রাফউল ইয়াদায়েন করা ও জোরে আমীন বলার মধ্যে আহলেহাদীছের পরিচিয় সীমাবদ্ধ নয়। বরং সার্বিক জীবনে এলাহী বিধান তথা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত ও নিরপেক্ষ অনুসরণের মধ্যেই আহলেহাদীছের সত্যিকারের পরিচয় নিহিত রয়েছে। তিনি বলেন, কুরআন ও হাদীছ বিশ্ব মানবতার কল্যাণের জন্য এসেছে। একই কারণে ‘আহলেহাদীছ আন্দোলন’ দলমত নির্বিশেষে বিশ্ব মানবতার কল্যাণে নিবেদিত এক মহতী আন্দোলনের নাম। বক্তব্যের শুরুতে মুহতারাম আমীরে জামা‘আত সম্মেলন স্থলের অনতিদূরে অবস্থিত বগুড়া যেলা কারাগারে প্রায় তিনটি বছরের তাঁর  কারাসঙ্গী সকল হাজতী ও কয়েদী ভাইদের উদ্দেশ্যে সালাম দেন ও তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এই সাথে তিনি জেলসুপার, জেলার, কারারক্ষী সহ সকল দায়িত্বশীলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মাসিক ‘আত-তাহরীক’-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (কমপ্লে­ক্স) নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আমানুল­াহ বিন ইসমাঈল, আল-হেরা শিল্পী গোষ্ঠীর প্রধান মুহাম্মাদ শফীকুল ইসলাম, নাটোর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডঃ মুহাম্মাদ আলী, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অফিস সহকারী আনোয়ারুল হক, মাওলানা ইবরাহীম বিন রইসুদ্দীন (বগুড়া) প্রমুখ।

মিথ্যা মামলা প্রত্যাহার দাবী:

বক্তাগণ মুহতারাম আমীরে জামা‘আতের বিরুদ্ধে বিগত সরকারের দায়েরকৃত হয়রানীমূলক মিথ্যা মামলাসমূহ প্রত্যাহারের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবী জানান। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি দ্ব্যর্থহীন কণ্ঠে মামলা প্রত্যাহারের দাবী উত্থাপন করলে সমবেত বিশাল জনমন্ডলী হাত উঁচু করে ও মুহুর্মুহু শ্লোগানের মাধ্যমে উক্ত দাবীর প্রতি জোর সমর্থন জানান। এ সময়ে সম্মেলন এলাকা জুড়ে এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।

যেলা কমিটি পুনর্গঠন

কোণাবাড়ী, সরিষাবাড়ী, জামালপুর ২৩ ডিসেম্বর বুধবার: অদ্য বিকাল ৪-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জামালপুর সাংগঠনিক যেলার উদ্যোগে কোণাবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও বেলটিয়া কামিল মাদরাসার মুহাদ্দিছ মাওলানা ক্বামারুয্যামান বিন আব্দুল বারী। অনুষ্ঠানে ২০০৯-২০১১ সেশনের জন্য অধ্যাপক বযলুর রহমানকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘আন্দোলন’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

ব্রজনাথপুর, পাবনা ২৫ ডিসেম্বর শুক্রবার: অদ্য সকাল ১১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পাবনা সাংগঠনিক যেলার যৌথ উদ্যোগে ব্রজনাথপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহলেহাদীছ আন্দোলন সঊদী আরব শাখার তাবলীগ সম্পাদক মুহাম্মাদ সোহরাব হোসাইন এবং যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ২০০৯-২০১১ সেশনের জন্য  মাওলানা বেলালুদ্দীনকে পুনরায় সভাপতি ও মুহাম্মাদ আব্দুস সোবহানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘আন্দোলন’-এর কমিটি এবং এস.এম. তারিক হাসানকে সভাপতি ও মুহাম্মাদ সারওয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি গঠন করা হয়।

তাবলীগী সভা

মহারাজপুর, নাটোর ১৮ ডিসেম্বর শুক্রবার: অদ্য বাদ জুম‘আ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নাটোর সাংগঠনিক যেলার উদ্যোগে মহারাজপুর দাখিল মাদরাসা মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আযীয।

ধরাবারিশা, মহারাজপুর, নাটোর ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার: অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নাটোর সাংগঠনিক যেলার উদ্যোগে ধরাবারিশা দাখিল মাদরাসা প্রাঙ্গণে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার সুপার মাওলানা ওছমান গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলী ও সহ-সভাপতি মুহাম্মাদ আবু বকর ছিদ্দীক প্রমুখ।

কর্মী ও সুধী সমাবেশ

দর্শনহাট, মোহনপুর, রাজশাহী ২২ নভেম্বর রবিবার: অদ্য বাদ মাগরিব দর্শনহাট চাঁন্দুপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দর্শনহাট এলাকার উদ্যোগে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মহববতপুর আলিম মাদরাসার শিক্ষক মুহাম্মাদ হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক আরীফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌগাছি এলাকা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মোস্তফা, পিয়ারপুর এলাকা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আযহারুল ইসলাম, পিয়ারপুর শাখা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী যেলা ‘যুবসংঘ’-এর যুগ্ম আহবায়ক মুহাম্মাদ আশরাফুল ইসলাম।

আলোচনা সভা

বড়কুড়া, সিরাজগঞ্জ ২৫ নভেম্বর বুধবার: অদ্য বাদ যোহর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সিরাজগঞ্জ যেলার উদ্যোগে কামারখন্দ থানাধীন বড়কুড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মর্তুযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কাবীরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আহলেহাদীছ যুবসংঘ’ একটি আদর্শিক সংগঠন। আর আদর্শের নমুনা হচ্ছেন স্বয়ং রাসূলুল­াহ (ছাঃ)। সুতরাং প্রত্যেক মুসলিম যুবককে এ আদর্শের অনুসারী হয়ে পরকালের জন্য তৈরী হ’তে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক আরীফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আব্দুল মতীন ও যেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ হাসান আলী।

মাহমূদকাঠী, নেছারাবাদ, পিরোজপুর ২১ নভেম্বর শনিবার: অদ্য বাদ আছর আহলেহাদীছ মহিলা সংস্থা পিরোজপুর যেলার উদ্যোগে মাহমূদকাঠী শাখায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র শাখার সভানেত্রী মালেকা পারভীনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। তিনি যিলহজ্জ মাসের ফাযায়েল ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।






আলোচনা সভা ও প্রশিক্ষণ
প্রশিক্ষণ (গত সংখ্যার পর)
হজ্জব্রত পালন শেষে ২৮ দিন পর মুহতারাম আমীরে জামা‘আতের দেশে প্রত্যাবর্তন
হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরী ও পাঠাগার উদ্বোধন
তাবলীগী ইজতেমা ২০১৬ সম্পন্ন -  
যুবসংঘ
উপযেলা সম্মেলন, কলারোয়া, সাতক্ষীরা (সমাজ পরিবর্তনে জামা‘আতবদ্ধ হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
সুধী সমাবেশ
ইসলামী সম্মেলন
মুহাম্মাদ মুয্যাম্মিল হক (খুলনা); ডা. মুহাম্মাদ ইদ্রীস আলী (রাজশাহী); মাওলানা মুহাম্মাদ মেছবাহুদ্দীন (মুর্শিদাবাদ) এর মৃত্যু সংবাদ
রোহিঙ্গা শরণার্থীদের মাঝে কম্বল ও ত্রাণ সামগ্রী বিতরণ
আরও
আরও
.