১২. চক্রবর্তীটেক, গাযীপুর ২৪শে মে ৭ই রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর হ’তে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাযীপুর যেলার জয়দেবপুর উপযেলা ও ঢাকা যেলার সাভার-আশুলিয়া উপযেলার যৌথ উদ্যোগে চক্রবর্তীটেক আহলেহাদীছ জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, আমরা আদমের সন্তান হিসাবে প্রথমে মানুষ। অতএব সকল মানুষের প্রতি মানবিক আচরণ অপরিহার্য। অতঃপর আমরা মুসলিম। কারণ আমরা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করেছি। আর এটি আমাদের ধর্মীয় পরিচয়। অতঃপর আমরা আহলুল হাদীছ। কারণ আমরা সার্বিক জীবনে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের অনুসারী হ’তে সচেষ্ট। এটি আমাদের বৈশিষ্ট্যগত পরিচয়। বিশুদ্ধ ইসলামের অনুসারী হ’তে গেলে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের অনুসারী হওয়ার কোন বিকল্প নেই। অতএব আসুন! আমরা সকলে বিশুদ্ধ ইসলামের অনুসারী হই।
জিরানী পুকুরপাড় আহলেহাদীছ জামে মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্জ ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিন হাবীব, মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খত্বীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, সাভার-আশুলিয়া ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক শামসুল হক, আল-আমীন মডেল টাউন কলেজের প্রভাষক মুহাম্মাদ আল-আমীন ও তরীকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাভার-আশুলিয়া ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ আখতারুয্যামান। অভ্যর্থনায় ছিলেন অত্র মসজিদের দাতা ডাঃ আব্দুল কুদ্দূস।
উল্লেখ্য যে, ডাঃ আব্দুল কুদ্দূস ছাহেব ইতিপূর্বে মাযহাবী আক্বীদার অনুসারী ছিলেন। প্রায় তিন বছর পূর্বে আহলেহাদীছ আক্বীদা গ্রহণের পর তিনি মসজিদটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ‘আহলেহাদীছ আন্দোলন’কে লিখে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সেমতে গত ৩০শে জানুয়ারী’১৮ ‘আহলেহাদীছ আন্দোলন’-এর অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক কমপ্লেক্সের নামে মসজিদটি রেজিষ্ট্রি করে দেন। গত ৯ই মার্চ শুক্রবার সেখানে আমীরে জামা‘আত ও বেক্সিমকো গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান জনাব সালমান এফ.রহমানের উপস্থিতিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সেদিন থেকে পূর্ণাঙ্গভাবে মসজিদটি ছহীহ তরীকায় চলতে শুরু করে। কিন্তু বিদ‘আতী আলেমদের প্ররোচনায় একটি অশুভ চক্র মসজিদটি জোরপূর্বক দখল করে নেয়। তারা মসজিদের ইমামকে অপমান করে বের করে দেয় এবং তাদের নিয়োগকৃত ইমাম দ্বারা ছালাত আদায় করতে থাকে। এমতাবস্থায় দুই মাস অতিক্রান্ত হওয়ার পর মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে প্রশাসনের সহযোগিতায় মসজিদটি পুনরায় আহলেহাদীছ আন্দোলনের নিয়ন্ত্রণে ফিরে আসে। যার ফলে সেখানে সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হ’ল। বর্তমানে সেখানে ছহীহ তরীকা অনুযায়ী ৮ রাক‘আত তারাবীহ সহ সকল আমল বিশুদ্ধভাবে পালিত হচ্ছে। ফালিল্লাহিল হাম্দ।
১৩. পশ্চিম মালিপাড়া, বড়াইগ্রাম, নাটোর ২৪শে মে ৭ই রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার বড়াইগ্রাম থানাধীন পশ্চিম মালিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নাটোর যেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, সহ-পরিচালক আবু হানীফ ও আল-‘আওনে’র সমাজকল্যাণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, প্রচার সম্পাদক বেলায়েত হোসাইন ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ।
১৪. গোবরচাকা, নবীনগর, খুলনা ২৪শে মে ৭ই রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন গোবরচাকা মুহাম্মাদিয়া জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ খুলনা যেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর সাবেক কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক মুয্যাম্মিল হক, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শো‘আইব ও যেলা ‘সোনামণি’র পরিচালক রবীউল ইসলাম প্রমুখ।
১৫. আনন্দ নগর, নওগাঁ ২৪শে মে ৭ই রামাযান বৃহস্পতিবার : অদ্য সকাল ৯-টা হ’তে যেলা শহরের আনন্দনগর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা দুররুল হুদা ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মাস্টার নাযিমুদ্দীন, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রহমান ও অত্র মসজিদের খত্বীব মীযানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা আফযাল হোসাইন।
১৬. রিযিয়া সা‘দ ইসলামিক সেন্টার, কুষ্টিয়া ২৫শে মে ৮ই রামাযান সোমবার : অদ্য বাদ যোহর যেলা শহরের রিযিয়া সা‘দ ইসলামিক সেন্টারে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার হাশিমুদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, অর্থ সম্পাদক বাহারুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন কুমারখালী উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি এনামুল হক সবুজ।
১৭. বকচর, যশোর ২৫শে মে ৮ই রামাযান শুক্রবার : অদ্য বেলা সাড়ে ১১-টায় যেলার সদর থানাধীন বকচর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ যশোর যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ এবং বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক আব্দুল আযীযের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুছ ছামাদ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুনীরুয্যামান। অনুষ্ঠান শেষে হুমায়ূন কবীরকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট ‘সোনামণি’ যেলা পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়।
১৮. মাদারবাড়িয়া, পাবনা ২৫শে মে ৮ই রামাযান শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন মাদারবাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পাবনা যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, সহ-পরিচালক আবু হানীফ ও আল-‘আওনে’র সমাজকল্যাণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক সীরীন বিশ্বাস, প্রচার সম্পাদক আফতাবুদ্দীন, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ হাসান ও আতাইকুলা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলী। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি তারিক হাসান।