গত সংখ্যার সাধারণ জ্ঞান (প্রাণী জগৎ)-এর সঠিক উত্তর

১. ডলফিন।   ২. ডলফিন।  ৩. ফ্যালকন বা বাজ পাখি।

৪. ওসান আনফিশ। প্রতিবারে ৩ কোটির অধিক ডিম পাড়ে।

৫. থাইল্যান্ডে।

গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর

১. চোখ।       ২. রান্নাকালে পাতিলের ভাত।

৩. কচুরিপানা।   ৪. পেঁয়াজ।  ৫. লবণ।

চলতি মাসের সাধারণ জ্ঞান (ইসলাম)

১. পবিত্র কুরআনে সর্বাধিক স্থানে কোন নবীর আলোচনা এসেছে?

২. কুরআনে কয়টি স্থানে কওমে মূসা ও ফেরাউনের আলোচনা এসেছে?

৩. ডুবে মরা ফেরাউন ও তার পিতার নাম কি?

৪. ফেরাউনের লাশ কত সালে লোহিত সাগরে পাওয়া যায়?

৫. কুরবানী কোন্ নবীর সুন্নাত?

সংগ্রহে : মুহাম্মাদ শহীদুল্লাহ

রসূলপুর, কামারখন্দ, সিরাজগঞ্জ।

চলতি মাসের মেধা পরীক্ষা (ধাঁধা)

১. হাত নেই পা নেই দেশে দেশে ঘুরে

অভাব হ’লে তার জন্য মরে মানুষ অনাহারে।

২. দিনে ঘুমিয়ে থাকে রাত্রিতে জাগে

ঘর নেই বাড়ী নেই পরের ভিক্ষা মাগে।

৩. শুঁড় দিয়ে করে কাজ নয় সে হাতি

    পরের উপকার করে তবু খায় লাথি।

৪. হাত আছে পা নেই মাথা তার কাটা

আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা।

৫. আপনার পাওনা দিয়ে গেলাম

আমার পাওনা বাকি রইল ভাই

টাকা-পয়সা নয়, পাওনা শুধু চাই।

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

সুরিটোলা, ঢাকা।

সোনামণি সংবাদ

নওদাপাড়া, রাজশাহী ২৯ জানুয়ারী বুধবার : অদ্য বাদ এশা আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স, নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ মসজিদে এক পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ‘সোনামণি’ ‘সূর্যমুখী’ শাখার উদ্যোগে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর হিফয বিভাগের প্রধান হাফেয লুৎফর রহমান, সহকারী শিক্ষক হাফেয তোফাযযল হোসাইন ও হাফেয মঈনুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ পেশ করেন সোনামণি সূর্যমুখী শাখার সহ-পরিচালক হাফেয ইউনুস। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সহ-পরিচালক হাশমত।

বানাইপুর বিগোপাড়া, বাগমারা, রাজশাহী ৭ ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য বাদ মাগরিব বানাইপুর বিগোপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি জনাব আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ‘যুবসংঘ’ রাজশাহী-উত্তর সাংগঠনিক যেলার সহ-সভাপতি এবং অত্র উপযেলার সোনামণি উপদেষ্টা ডা. মুহাম্মাদ মুহসিন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন হাট-গাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আব্দুল হাফীয।

নওদাপাড়া, রাজশাহী ১২ ফেব্রুয়ারী বুধবার : অদ্য বাদ আছর দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে এক বিশেষ ‘সোনামণি’ বৈঠক অনুষ্ঠিত হয়। ‘সোনামণি’ মারকায এলাকার পরিচালক আব্দুল্ল­াহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান, ওবায়দুল্লাহ, আতাউল্ল­াহ ও সাখাওয়াত হুসাইন।






আরও
আরও
.