গত সংখ্যার সাধারণ জ্ঞান (গণিত বিষয়ক)-এর সঠিক উত্তর

১। মূসা (আঃ)-এর।     ২। ৪৪টি সূরায় ৫৩২ জায়গায়।

৩।  না, তৎকালীন মিসরীয় সম্রাটদের উপাধি।

৪। মিসরের পিরামিডে।   ৫। মিসরের।

গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর

১। টেলিভিশন             ২। ডিম                      ৩। মুলা    

৪। কচুরিপানা              ৫। আনারস

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ভূগোল)

১। পৃথিবীর কোন অঞ্চলে সবচেয়ে বেশী ঠান্ডা?

২। পৃথিবীর কোথায় ৬ মাস দিন ও ৬ মাস রাত থাকে?

৩। লবণের তৈরী দ্বীপ কোথায়?

৪। কোন নগরীতে রাজপথের পরিবর্তে খাল আছে?

৫। কোন দেশে রাতে রংধনু দেখা যায়?

সংগ্রহে : এফ.এম. লিটন বিন হায়দার

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (উদ্ভিদ বিষয়ক)

১। কোন উদ্ভিদের ফুলের পরাগায়ন হয়; কিন্তু ফুল হ’তে ফল হয় না?

২। কোন সবজির ফুল থেকে ফল হয়, কিন্তু ফল কোন উদ্ভিদ জন্মাতে পারে না?

৩। কোন উদ্ভিদের ফুল ও ফল হয় না, শুধু পাতাই ব্যবহার করা হয়?

৪। কোন বৃক্ষের ফুল মানেই জীবনের শেষমুহূর্ত?

৫। কোন গুল্ম ও বৃক্ষের দেহ অসংখ্য কাঁটাযুক্ত?

সংগ্রহে : বাশীর

রামপুরহাট, রাজশাহী।

সোনামণি সংবাদ

রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ ১৭ এপ্রিল রবিবার : অদ্য বাদ আছর গোমস্তাপুর থানাধীন জালিবাগান হাফিযিয়া মাদরাসায় সোনামণি চাঁপাই নবাবগঞ্জ যেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অনুষ্ঠানে হাফেয আনোয়ারকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট সোনমণি চাঁপাই নবাবগঞ্জ (উত্তর) যেলা পুনর্গঠন করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র যেলা উপদেষ্টা মুখতাররুল ইসলাম।

কাযিরপাড়া, পুঠিয়া, রাজশাহী ১৮ এপ্রিল সোমবার : অদ্য বাদ আছর কাযিরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ মুহাম্মাদ ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন ভাড়ুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মুহাম্মাদ সাবুর আলী। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করে যথাক্রমে ছোট্ট সোনামণি মোস্তাকীম ও রেখা খাতুন।

সিরাজগঞ্জ ২৯ এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ৮-টায় শহরের রেলওয়ে কলোনীতে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোনামণি সিরাজগঞ্জ যেলার সহ-পরিচালক আব্দুল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ।

বড়কুড়া, কামারখন্দ, সিরাজগঞ্জ ২৯ এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ১১-টায় বড়কুড়া মক্তবে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোনামণি সিরাজগঞ্জ যেলার পরিচালক হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ। প্রশিক্ষণ শেষে বাদ জুম‘আ যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যেলা ‘সোনামণি’র সাবেক সহ-পরিচালক আব্দুল মুমিনকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট সোনামণি সিরাজগঞ্জ যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

জলাইডাংগা, মিঠাপুকুর, রংপুর ৪ মে বুধবার : অদ্য বাদ আছর জলাইডাংগা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রংপুর যেলার সভাপতি মুহাম্মাদ আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রাকীব। অনুষ্ঠানে আলমগীর হোসাইনকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট সোনামণি রংপুর যেলা পরিচালনা পরিষদ পুনর্গর্ঠন করা হয়।

ঝাড় আমবাড়ী, পীরগঞ্জ, রংপুর ৫ মে বৃহস্পতিবার : অদ্য বাদ ফজর ঝাড় আমবাড়ী দারুস সালাম মহিলা হাফিযিয়া মাদরাসা ও ইয়াতীম খানায় এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ বযলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রাকীব।

গোবিন্দগঞ্জ, গাইবান্ধা-পশ্চিম ৫ মে বৃহস্পতিবার : অদ্য বাদ আছর টিএন্ডটি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মুহাম্মাদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রাকীব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন, রাজশাহী মহানগরী সোনামণি-এর পরিচালক ওবাইদুল্লাহ। অনুষ্ঠানে হাফেয ওবাইদুল্লাহকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট গাইবান্ধা-পশ্চিম যেলা সোনামণি পরিচালনা পরিষদ গঠন করা হয়।

সচেতন হও

শারমীন আখতার

মণিগ্রাম, বাঘা, রাজশাহী।

একদিন এ দুনিয়া ছেড়ে

যেতে হবে সবাইকে

মায়ার বাঁধন ছিন্ন করে

অন্ধকার ঐ কবরে।

অসৎ পথে সঞ্চয় করা

ধন-দৌলত আর অট্টালিকা,

এ সবকিছুই থাকবে পড়ে

শুধু কাফন তোমার সঙ্গী হবে।

থাকতে সময় হও সচেতন

আল্লাহর হুকুম করতে পালন,

নইলে কিন্তু শেষ বিচারে

যেতে হবে ঐ দোযখে।

***






আরও
আরও
.