আর কত লাশ পড়লে বল, শান্ত হবে আঁখি,
ছাত্র ওরা যুবক তরুণ নয়তো তারা পাখি।
আর কত লাশ বাবার কাঁধে বইতে হবে বল,
আর কত রাত পার হ’লে ফের কাটবে নিকশ কালো।
আর কত লাশ মহাসড়কে থাকবে নিথর পড়ে,
চোখ আর কত কাঁদবে বল পড়বে পানি গড়ে।
বেলকনিতে মরবে ক’জন সকাল-বিকাল-সাঁঝে
মুক্ত আকাশ দেখতে মানা শিশু কি তা বুঝে?
গণহত্যা, গণকবর, গণকাফন-দাফন
সকল ‘গণ’ এর জন্য দায়ী গণতন্ত্রের শাসন।
-আব্দুল্লাহ আল-মাহমূদ, দিনাজপুর।