জনমে জনমে জনম আমার
আঁধারে পড়িলো ঢাকা,
হারালো আমার আলোর ভুবন
অসৎ পথের কালো টাকা।
আঁধারে আঁধারে অন্ধকারগুলি
হ’তে লাগলো স্থীর গাঁঢ়ো,
আলোর ভুবন আমার আঁধারে ডুবিল
ভাবি নাই একটিবারো।
জীবনের আয়ু দিনে দিনে ক্ষয়ে
অযথা কেটেছে সময়
ভাবিনাই মৃত্যু বারে বারে এসে
হাতছানি দিয়েছে আমায়।
ভোগবিলাসে আনন্দ-উল্লাসে
ছিল পড়ে আমার ইলা
বুঝতে পারি নাই প্রভু তোমার খেলা
তোমারই রহস্যের লীলা।
কর ক্ষমা প্রভু নিজগুণে তুমি
জীবনের যত ভুল
শেষ বিকেলে পেলাম তোমার
প্রিয়জনের দেখা
মুহাম্মাদ রাসূল (ছাঃ)।
এফ.এম. নাছরুল্লাহ
কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।