কামবাঙ্গান, সিঙ্গাপুর ২৫শে জানুয়ারী শনিবার : অদ্য সিঙ্গাপুরের কামবাঙ্গানে অবস্থিত দেশটির অন্যতম সালাফী মসজিদ ও কমিউনিটি সেন্টার মুহাম্মাদিয়া মসজিদ কমপ্লেক্সে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে দিনব্যাপী বার্ষিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর মুহাম্মাদিয়া এসোসিয়েশনের প্রেসিডেন্ট উস্তায মুহাম্মাদ আযরী আযমান। সিঙ্গাপুর ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শফীকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা আব্দুল হালীম, উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মাদ যিয়াউল করীম, মুহাম্মাদ মুনীরুল ইসলাম, মো‘আয্যম হোসাইন ও মুহাম্মাদ ফারূক আহমাদ। সিঙ্গাপুর ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল মুকীতের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিঙ্গাপুর আন্দোলন-এর প্রশিক্ষণ সম্পাদক হাফেয মুহাম্মাদ সাইফুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মিল্লাত হোসাইন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব মানবজীবনের দু’টি বড় ফিৎনা তথা কামনা-বাসনা (শাহওয়াত) ও দ্বীনের ব্যাপারে সন্দেহ-সংশয় (শুবহাত)-এর বিভিন্ন দিক ও বিভাগ এবং সেগুলো থেকে আত্মরক্ষার গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন এবং সকলকে জামা‘আতবদ্ধভাবে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করার আহবান জানান। পরিশেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে সিঙ্গাপুরের বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন শতাধিক কর্মী ও সুধীর আগমন ঘটে।

সেরাঙগুন, সিঙ্গাপুর ২৬শে জানুয়ারী রবিবার : অদ্য সিঙ্গাপুরের সেরাঙগুনে অবস্থিত দেশটির অন্যতম প্রাচীন মসজিদ ও কমিউনিটি সেন্টার আল-কাফ আপার সেরাঙগুন মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’, সিঙ্গাপুর শাখার উদ্যোগে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। সিঙ্গাপুর ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠক উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা আব্দুল হালীম, মুহাম্মাদ মুনীরুল ইসলাম, মো‘আয্যম হোসাইন, মুহাম্মাদ ফারূক আহমাদ প্রমুখ। এসময় কেন্দ্রীয় মেহমান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব দায়িত্বশীলদের বক্তব্য শোনেন এবং দাওয়াতী কাজে গতিশীলতা বৃদ্ধির জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বৈঠকে সিঙ্গাপুর আন্দোলন-এর ৭টি শাখা উডল্যান্ড, চুয়াচুকান, জুরং ইস্ট, গেলাং, কাকিবুকিত, পঙ্গল ও তোয়াজ থেকে প্রায় অর্ধশতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সিঙ্গাপুর ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল মুকীত।







যেলা সম্মেলন : সাতক্ষীরা (হে মানুষ! তোমাকে তোমার সৃষ্টিকর্তা আল্লাহর নিকট ফিরে যেতে হবে )
সংগঠন সংবাদ
দায়িত্বশীল প্রশিক্ষণ
হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড (শিক্ষক প্রশিক্ষণ ২০২০)
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসায় ইয়াতীম ভবনের নির্মাণকাজ শুরু
যেলা সম্মেলন (রাজশাহী-পূর্ব) আশূরা চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিখাদ ইসলামী সমাজ কায়েমে ব্রতী হউন - -মুহতারাম আমীরে জামা‘আত
সুধী সমাবেশ
কেন্দ্রীয় ইয়াতীম সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ত্রাণ বিতরণের অন্যান্য রিপোর্ট
মারকায সংবাদ (দাখিল পরীক্ষার ফলাফল)
সংগঠন সংবাদ
ইসলাম সকল ধর্মের উপর বিজয়ী ধর্ম (যেলা সম্মেলন : সিরাজগঞ্জ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.