১লা ও ২রা জুলাই মঙ্গল ও বুধবার নওদাপাড়া, রাজশাহী : গত ১লা ও ২রা জুলাই রাজশাহী মাহনগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর শিক্ষক মিলনায়তনে ২দিন ব্যাপী অভ্যন্তরীণ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম দিন সকাল সাড়ে ৯-টা থেকে দ্বিতীয় দিন যোহরের পূর্ব পর্যন্ত অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব।

অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, মুশরিফ ড. মুহাম্মাদ আব্দুল হালীম, সিনিয়র সহকারী শিক্ষক জনাব শামসুল আলম, মহানগর মহাবিদ্যালয়, নওদাপাড়া, রাজশাহীর সহকারী অধ্যাপক (গণিত) ফরীদ আহমাদ, ‘ইংলিশ মজা’র পরিচালক জনাব রফীকুল ইসলাম, মারকাযের সহকারী শিক্ষক হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ ও সারওয়ার মিছবাহ প্রমুখ।







আরও
আরও
.