কিশোরগঞ্জের ইটনা উপযেলার আলোচিত গোরখোদক মুহাম্মাদ মনু মিয়া আর নেই। মানুষের শেষ ঠিকানার এই নিঃস্বার্থ কারিগর ৬৭ বছর বয়সে নিজেই ঠাঁই নিলেন কবরে। স্থানীয় প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দীন বলেন, শারীরিক অসুস্থতায় ঢাকায় চিকিৎসাধীন থাকার সময় গত মে মাসের মাঝামাঝি তার নিত্য সফরসঙ্গী ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়া শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছিলেন।
মনু মিয়া দীর্ঘ ৪৯ বছরের কর্মজীবনে কোন ধরনের পারিশ্রমিক কিংবা বখশিশ না নিয়ে স্বেচ্ছাশ্রমে ৩ হাযার ৫৭টি কবর খনন করেছেন। তিনি অসুস্থ হওয়ার আগ পর্যন্ত কারো মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই খুন্তি, কোদাল, ছুরি, করাত, দা, ছেনিসহ কবর খননের সহায়ক সব যন্ত্রপাতি নিয়ে ছুটে যেতেন।
তার কবরস্থানে ছুটে চলার দীর্ঘদিনের নিত্য সঙ্গী ছিল বাহাদুর নামের একটি ঘোড়া। কিন্তু মনু মিয়া অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে বাড়ি থেকে ঘোড়াটিকে নিয়ে হত্যা করে ফেলে যায় কিছু লোক।
মনু মিয়া শুধু কবর খনন করেই ক্ষান্ত হ’তেন না, এ পর্যন্ত যাঁদের কবর খুঁড়েছেন তিনি, তাদের মৃত্যুর দিন-তারিখ সব লিখে রাখতেন নিজের ডায়েরিতে।
[আল্লাহ তাকে সর্বোত্তম জাযা দান করুন (স.স.)]