আমেরিকার
নিউইয়র্ক সিটির ছোট্ট কুইন্স এলাকায় পৃথিবীর সর্বাধিক অর্থাৎ প্রায় ৮০০
ভাষার প্রচলন রয়েছে। এত ভাষা পৃথিবীর আর কোন এলাকায় একসাথে বলা হয় না। ৪৬০
বর্গ কিলোমিটার অধ্যুষিত এ এলাকায় ২৩ লাখ ৪০ হাযার মানুষ বসবাস করে। মজার
ব্যাপার হ’ল, প্রচলিত ভাষাগুলির মধ্যে ইংরেজী ও চীনা-এর সাথে উর্দূও রয়েছে।
গ্রীক, ফিলিপিনো, ইন্দোনেশীয়, ইতালীয় এবং জাপানী প্রভৃতি পুরাতন ভাষাগুলির
পাশাপাশি এমন ভাষাও সেখানে প্রচলিত রয়েছে, যে সম্পর্কে কমসংখ্যক মানুষই
অবগত আছে। যেমন জাভা কানূ, নেজারিয়ান প্রভৃতি। (মাসিক মা‘আরিফ, আযমগড়, ইউ.পি, ভারত, এপ্রিল’১৭, পৃঃ ৩০২)।