
উত্তর : ওযূর অঙ্গগুলো তিনবার করে ধৌত করা সুন্নাত এবং মুস্তাহাব (বুখারী হা/১৫৯)। তবে ওযূতে অঙ্গগুলো একবার করে ধুলেও যথেষ্ট হবে (বুখারী হা/১৫৭)। দুইবার করে ধৌত করাও যথেষ্ট হবে (বুখারী হা/১৫৮)। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটি অঙ্গে পানি পৌঁছানো। কোন স্থান শুকনো থেকে গেলে ওযূ হবে না।
প্রশ্নকারী : একরামুল হক, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।