
উত্তর : নাপিতের পেশা থেকে উপার্জিত সম্পদ হালাল। তবে দাড়ি কাটার মত পাপ কাজে সহযোগিতার জন্য গোনাহ হবে। এক্ষণে হজ্জ একটি দৈহিক ইবাদত। এই ইবাদত পালনে অর্থ ব্যয় মূল ইবাদত নয় বরং সহায়ক। সেজন্য নাপিতের পেশা থেকে উপার্জিত অর্থ থেকে হজ্জ করে থাকলে হজ্জের ফরযিয়াত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ১৭/১৩১; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৬/৩৮৭; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১১/৪৩)। তবে পরবর্তীতে দাড়ি কাটার মত পাপ কাজে সহায়তা না করার অঙ্গীকার করবে। আল্লাহ তা‘আলা অধিক ক্ষমাশীল।
প্রশ্নকারী :আশরাফুল আলম, তাহেরপুর, বাগমারা, রাজশাহী।