মারকাযী জমঈয়তে আহলেহাদীছ, হিন্দের সাবেক সেক্রেটারী জেনারেল মাওলানা আছগার আলী ইমাম মাহদী সালাফী গত ২৪শে সেপ্টেম্বর’১৭ তারিখে অনুষ্ঠিত মজলিসে শূরার সিদ্ধান্ত অনুযায়ী ২০১৭-২২ সেশনের জন্য জমঈয়তের নতুন আমীর এবং পশ্চিম ইউপি প্রাদেশিক জমঈয়তে আহলেহাদীছের সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ হারূণ সানাবিলী সেক্রেটারী জেনারেল নির্বাচিত হয়েছেন। ড. সাইয়িদ আব্দুল আযীয সালাফীর সভাপতিত্বে আহলেহাদীছ কমপ্লেক্স, ওখলা, নয়াদিল্লীতে অনুষ্ঠিত উক্ত সভা তামিলনাড়ু ও পন্ডিচেরী প্রাদেশিক জমঈয়তের আমীর মাওলানা আব্দুল্লাহ হায়দারাবাদী উমারী মাদানীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মাওলানা আছগার আলী মজলিসে শূরার সদস্যদের ধন্যবাদ জানান। অতঃপর তিনি মারকাযী জমঈয়তের আমীর হাফেয মুহাম্মাদ ইয়াহ্ইয়া দেহলভী যিনি অসুস্থতাজনিত কারণে সভায় উপস্থিত হ’তে পারেননি তাঁর লিখিত বক্তব্য পাঠ করেন। সমগ্র ভারত থেকে জমঈয়তের প্রায় ২০০ শূরা সদস্য উক্ত সভায় অংশগ্রহণ করেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন (১) পাঞ্জাব প্রাদেশিক জমঈয়তের আমীর ড. আব্দুদ্দাইয়ান আনছারী (২) তামিলনাড়ু ও পন্ডিচেরী প্রাদেশিক জমঈয়তের আমীর মাওলানা আব্দুল্লাহ মাদানী (৩) কর্ণাটক প্রাদেশিক জমঈয়তের আমীর মাওলানা আব্দুল ওয়াহ্হাব জামেঈ (৪) তেলেঙ্গানা প্রাদেশিক জমঈয়তের আমীর মাওলানা আব্দুর রহীম মাক্কী (৫) পূর্ব ইউপির আমীর হাফেয আতীকুর রহমান তীবী ও সেক্রেটারী মাওলানা শিহাবুদ্দীন মাদানী (৬) জম্মু-কাশ্মীর প্রাদেশিক জমঈয়তের আমীর মাওলানা গোলাম মুহাম্মাদ বাট মাদানী ও সেক্রেটারী ড. আব্দুল লতীফ কিন্দী (৭) উড়িষ্যা প্রাদেশিক জমঈয়তের আমীর মাওলানা ত্বহা সাঈদ খালেদ মাদানী (৮) মহারাষ্ট্র প্রাদেশিক জমঈয়তের আমীর ড. সাঈদ আহমাদ ফায়যী (৯) অন্ধ্র প্রদেশ জমঈয়তের আমীর ড. সাঈদ আহমাদ মাদানী (১০) হরিয়ানা প্রাদেশিক জমঈয়তের সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান সালাফী (১১) গুজরাট প্রাদেশিক জমঈয়তের সেক্রেটারী মাওলানা শু‘আইব মায়মান জুনাগড়ী (১২) ঝাড়খন্ড প্রাদেশিক জমঈয়তের আমীর মাওলানা হেফাযাতুল্লাহ সালাফী (১৩) আসাম প্রাদেশিক জমঈয়তের আমীর মাওলানা মাকছূদুর রহমান মাদানী (১৪) রাজস্থান প্রাদেশিক জমঈয়তের নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ ইসমাঈল সারওয়ারী (১৫) পশ্চিমবঙ্গ প্রাদেশিক জমঈয়তের আমীর মাওলানা মুহাম্মাদ ইসহাক মাদানী (১৬) মধ্য প্রদেশ প্রাদেশিক জমঈয়তের আমীর মাওলানা আব্দুল কুদ্দূস উমারী (১৭) আন্দামান-নিকোবার প্রাদেশিক জমঈয়তের আমীর টি. হামযা (১৮) মুম্বাই জমঈয়তের মাওলানা মানযার আহসান সালাফী (১৯) বিহার জমঈয়তের আমীর মাওলানা মুহাম্মাদ আলী মাদানী প্রমুখ।

উল্লেখ্য যে, জমঈয়তে আহলেহাদীছ হিন্দ, নেপাল ও বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে মেয়াদ ভিত্তিক (পাঁচ বছরের জন্য) নির্বাচন হয়ে থাকে। তবে ভারত, পাকিস্তান ও নেপালে সভাপতির বদলে ‘আমীর’ পদ চালু হয়েছে। কিন্তু বাংলাদেশে ‘সভাপতি’ পদ রয়ে গেছে।







আরও
আরও
.