ধুরইল, মোহনপুর, রাজশাহী ২১শে ডিসেম্বর বৃহষ্পতিবার : অদ্য বাদ আছর রাজশাহীর মোহনপুর উপযেলাধীন ধুরইল আহলেহাদীছ হাফেজিয়া মাদরাসা সংলগ্ন জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ধুরইল এলাকার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুল ওয়াহহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’ গবেষণা বিভাগের পরিচালক আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা এ্যাডভোকেট জারজিস আহমাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন মোহনপুর উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা এমদাদুল হক, উপযেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আবুল কাসেম ও অত্র মাদরাসার সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম।

মহববতপুর, মোহনপুর, রাজশাহী ২২শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব রাজশাহী যেলার মোহনপুর উপযেলাধীন মহববতপুর উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মহববতপুর এলাকার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের মুওয়ায্যিন আলহাজ্জ ইমাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর দাঈ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক হাবীবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন মোহনপুর উপযেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক মুজীবুর রহমান।

মহারাজপুর, গুরুদাসপুর, নাটোর ২৪শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার গুরুদাসপুর থানাধীন মহারাজপুর ভিটাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নাটোর যেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা।






আরও
আরও
.