
অন্তত ৪ হাযার কোটি টাকা অপচয় করা হয় শুধু ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণে। সারাদেশে ১০ হাযারের অধিক ম্যুরাল এবং মূর্তি নির্মাণ করা হয়েছে। এ তথ্য জানানো হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে। দুদক সূত্র জানায়, প্রায় ৪ হাযার কোটি টাকা ব্যয় করা হয় মুজিব জন্মশত বার্ষিকীতে ম্যুরাল ও মূর্তি নির্মাণে। রাষ্ট্রের অর্থ অপচয় ও ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। এতে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ অন্যান্যরা এর সঙ্গে জড়িত। অভিযোগ অনুসন্ধানে সাত সদস্যের টিম গঠন করা হয়েছে।
সরকারী ৭ শতাধিক প্রতিষ্ঠান, যেলা-উপযেলা এবং ইউনিয়ন পরিষদ মিলিয়ে ম্যুরাল ও মূর্তি নির্মাণ করা হয়েছে ১০ হাযার। সড়কের শুরুতে, শেষে, চৌরাস্তায়, নদীর তীরে, পুকুরপাড়ে, প্রতিষ্ঠানের প্রবেশপথে, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গিনায় এমন কোন স্থান নেই যেখানে মুর্যাল কিংবা মুজিব-মূর্তি স্থাপন করা হয়নি। এসব নির্মাণে খরচ হয় ৮ লাখ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত।
[শেখ মুজিবসহ অন্যান্যদের সমস্ত ম্যুরাল ও ভাস্কর্য ভেঙ্গে নিশ্চিহ্ন করে দিতে হবে। সেই সাথে শহীদ মিনার নামে যত মূর্তি আছে সেগুলিও ধ্বংস করতে হবে। ইসলামে এসবের কোন স্থান নেই (স.স.)]