২০১৪ সালে যুদ্ধ, সংঘর্ষ অথবা নিপীড়নের শিকার হয়ে বিশ্বে ছয় কোটি মানুষ ঘরছাড়া হয়েছে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ সালের তুলনায় এ বছর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮৩ লক্ষ। আর ঘরছাড়া মানুষের মধ্যে শরণার্থীর সংখ্যা প্রায় দু’কোটি। এদের মধ্যে অর্ধেকের বেশী শিশু। সিরিয়া সংকট এ সংখ্যা বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।

সংস্থাটির প্রধান অ্যান্টনিও গুতেরেস বলেন, প্রতিদিনই ভোগান্তির শিকার মানুষের সংখ্যা বাড়ছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, এদের অনেককেই কোনো সহায়তা দেয়ার উপায় নেই।







আরও
আরও
.