৬ই জানুয়ারী সোমবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য বাদ মাগরিব আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর শিক্ষক মিলনায়তনে তাখাছছুছ বিভাগের শিক্ষার্থীদের (১ম ব্যাচ) শিক্ষা সমাপনী গবেষণাকর্ম উপস্থাপন উপলক্ষে এক সেমিনার (মুনাকাশা) অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে এক্সটার্নাল হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং রাজশাহী কলেজের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রশীদ। এতে গবেষণা তত্ত্বাবধায়ক হিসাবে উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সচিব শামসুল আলম, অত্র মাদ্রাসার সেক্রেটারী মাওলানা দুররুল হুদা ও কুল্লিয়ার সম্মানিত শিক্ষকগণ। এতে তাখাছ্ছুছের শিক্ষার্থীগণ তাদের গবেষণাকর্ম সমূহ উপস্থাপন করেন। এসময় এক্সটার্নালগণ এবং উপস্থিত অতিথিমন্ডলী শিক্ষার্থীদের গবেষণাকর্মের ভূঁয়সী প্রশংসা করেন এবং তাখাছ্ছুছ বিভাগের এই অনন্য অর্জনকে মুবারকবাদ জানান। তারা বাংলাদেশের মাদ্রাসা অঙ্গনে শিক্ষার্থীদের এরূপ উচ্চতর একাডেমিক গবেষণা সেমিনারকে একটি মাইলফলক হিসাবে অভিহিত করেন। সেমিনারের সঞ্চালক ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী’র ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম।







আল-‘আওন
আমীরে জামা‘আতের পাবনা সফর
মাসিক তাবলীগী ইজতেমা
প্রবাসী সংবাদ
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (কমিটি গঠন, সুধী সমাবেশ,কেন্দ্রীয় সভাপতির সিলেট সফর)
সুধী সমাবেশ (ছহীহ তরীকায় জুম‘আর খুৎবা ও ছালাত শুরু)
২০২৪ সেশনের উদ্বোধনী ক্লাস (মারকায সংবাদ)
ইসলামী সম্মেলন; হাজীগঞ্জ, চাঁদপুর
উপযেলা সম্মেলন \ রূপসা (বক্র পথ ছেড়ে ছিরাতে মুস্তাক্বীমে ফিরে আসুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
পার্থিব তাড়না দমন করে আখেরাতের পাথেয় সঞ্চয়ে ব্রতী হও
আলোচনা সভা ও প্রশিক্ষণ
বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার মূল চেতনা হ’ল ‘আল্লাহু আকবর’ (যেলা সম্মেলন : বগুড়া ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.