ঈদের দিনে খুব সকালে কান্না শুনি ফুটপাতে,
দুঃখ লহর হৃদ সাগরে টর্ণেডো বয় দিন-রাতে।
কে কাঁদে ঐ, কার দুলালের আজকে চোখে ঝরছে নীর?
ঈদ জামা‘আতে বইছে হরষ সবার তো আজ উচ্চ শীর।
একটি ছেলে ক্রন্দনেতে জড়িয়ে বাহু বক্ষমাঝ
নাই টুপি তার ছিন্ন জামা সবটা কায়ায় দৈন্য সাজ।
আববাকে সে বলছে কেঁদে যাইবে নাক ঈদগাহে
কাঁদবো আমি হেথায় বসে যত সময় মন চাহে।
বায়নাতে আর কান্নাতে তার পিতার দীলে বিঁধছে তীর
ঈদের খুশী নাই গরীবের শান্তি বিলাস সব ধনীর,
খোশ মেলাতে যোগ দিবে না গরীবদের আজ কিসের ঈদ?
ক্ষুধায় যাদের জ্বলছে উদর নাই যাহাদের চক্ষে নীদ,
সবটা জীবন রইলো যারা দুঃখ ভরা কান্নাতে
ঈদ তাহাদের কাটবে কেঁদে হেথায় বসে ফুটপাতে।