জেদ্দা, সঊদী আরব ১৫ই আগস্ট বৃহস্পতিবার : অদ্য বাদ এশা জেদ্দা শহরের হামদানিয়ায় হাফেয রফীকুল ইসলামের বাসায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জেদ্দা শাখা পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাফেয রফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় যুব-বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম। বৈঠকে জনাব ইসহাক বিন ইবরাহীম (নারায়ণগঞ্জ)-কে সভাপতি ও মুহাম্মাদ শহীদুল ইসলাম (ফরিদপুর)-কে সাধারণ সম্পাদক করে জেদ্দা শাখা ‘আন্দোলন’-এর কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হ’লেন সহ-সভাপতি হাফেয রফীকুল ইসলাম (ঢাকা), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (শরীয়তপুর), অর্থ সম্পাদক নিযামুদ্দীন (ফেনী), প্রচার সম্পাদক সাইফুল ইসলাম (মুন্সীগঞ্জ), প্রশিক্ষণ সম্পাদক হাফেয আব্দুল মতীন (লক্ষ্মীপুর), শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মি‘রাজুল ইসলাম (শরীয়তপুর), সমাজকল্যাণ সম্পাদক আল-আমীন (বি-বাড়িয়া), যুব-বিষয়ক সম্পাদক মুহাম্মাদ খোকন (নারায়ণগঞ্জ) ও দফতর সম্পাদক মাসঊদুর রহমান (নারায়ণগঞ্জ)।

কমিটির নাম ঘোষণা এবং দায়িত্বশীলদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ পেশ করেন ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক আমীনুল ইসলাম। উক্ত আলোচনা সভায় রিয়াদের সানাইয়া আছেমা শাখা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন (নারায়ণগঞ্জ), অর্থ সম্পাদক আবুল হাসান (ফরিদপুর), প্রচার সম্পাদক মুনীর হোসাইন (নারায়ণগঞ্জ), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাছিরুল ইসলাম (ঢাকা), দফতর সম্পাদক মীযানুর রহমান (ঢাকা) প্রমুখ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের নিকট থেকে রিয়াদের সাংগঠনিক কর্মতৎপরতার খোঁজ-খবর নেন। উল্লেখ্য যে, কেন্দ্রীয় মেহমানগণ হজ্জব্রত পালন উপলক্ষে ২৭শে জুলাই সঊদী আরব গমন করেন।






সংগঠন সংবাদ
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২১
প্রশিক্ষণ (চাংলা, বদলগাছী, নওগাঁ, জামদই, মান্দা, নওগাঁ) তাবলীগী সফর (নওগাঁ, বাগাপুর)
বিতর্ক প্রতিযোগিতা (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী)
কেন্দ্রীয় দাঈর সফর
যুবসংঘ
কেন্দ্রীয় দাঈর সফর
প্রখ্যাত মুহাদ্দিছ শায়খ মুহাম্মাদ বিন আলী বিন আদম আল-আছয়ূবী-এর মৃত্যু
৩১তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
দায়িত্বশীল বৈঠক
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (প্রশিক্ষণ, সুধী সমাবেশ, মাসিক ইজতেমা, শীতবস্ত্র বিতরণ, মহিলা সমাবেশ, সোনামণি)
ধৈর্যের সাথে দাওয়াতী ময়দানে অবিচল থাকুন! (যেলা সম্মেলন : নারায়ণগঞ্জ ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.