নওদাপাড়া, রাজশাহী, ৫ই ডিসেম্বর শনিবার : অদ্য রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় অবস্থিত ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর বালিকা শাখায় পরিকল্পিত পূর্ণাঙ্গ ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হয়েছে। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর প্রতিষ্ঠাতা প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ৮ তলা বিশিষ্ট প্রথম আবাসিক ভবনের ফাউন্ডেশন ঢালাই শুরুর মাধ্যমে উক্ত নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বিশালায়তন এই নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার আন্তরিক দো‘আ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ, প্রচার সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি ডঃ আহমাদ আব্দুল্লাহ ছাকিব প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ৯ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত উক্ত মাদ্রাসায় ১টি প্রশাসনিক ভবন, ২টি একাডেমিক ভবন, ৫টি আবাসিক ভবন, ভোকেশনাল ইনস্টিটিউট, স্টাফ কোয়ার্টার ও মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পূর্ণাঙ্গ ক্যাম্পাসের নির্মাণকাজ সম্পন্ন হ’লে প্রায় তিন হাযার শিক্ষার্থী এখানে অধ্যয়নের সুযোগ পাবে। বিভাগীয় শহর ও শিক্ষানগরী রাজশাহীর নিরিবিলি পরিবেশে অনিন্দ্য সুন্দর এই ক্যাম্পাসটি আগামী দিনে মেয়েদের দ্বীনী শিক্ষার একটি নিরাপদ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠবে ইনশাআল্লাহ।






আরও
আরও
.