চৌহালী, সিরাজগঞ্জ ২৬শে জুলাই শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে সিরাজগঞ্জ যেলার চৌহালী উপযেলাধীন যমুনা নদীর বন্যাউপদ্রুত বোয়ালকান্দী ও স্থলচরের ১০০টি পরিবারে ত্রাণ সাহায্য হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মুহাম্মাদ নূরুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তাযা, যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ ওয়াসিম সহ অন্যান্য কর্মীগণ।    

সরিষাবাড়ী, জামালপুর ২৬শে জুলাই শুক্রবার : অদ্য দুপুর ১২-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে জামালপুর যেলার সরিষাবাড়ী উপযেলার যমুনা নদীর বন্যাউপদ্রুত সেন্দুয়া, কোনাবাড়ী, মাইজবাড়ী ও শিমুল তাইরের বানভাসি ৬০ পরিবারকে ত্রাণ সাহায্য হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমান, সাধারণ সম্পাদক ক্বামারুয্যামান বিন আব্দুল বারী, যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক হাফেয আব্দুশ শাকূর ও অন্যান্য কর্মীগণ। এ সময় তাঁরা বানভাসি মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নছীহত করেন এবং তাদেরকে বিপদে ধৈর্যধারণ ও যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থেকে ছালাত ও তওবা-ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনার আহবান জানান।

মাদারগঞ্জ, জামালপুর ২৯শে জুলাই সোমবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে জামালপুর যেলার মাদারগঞ্জ উপযেলার যমুনা নদীর বন্যাউপদ্রুত মুসলিমাবাদ আলিম মাদরাসা ময়দান ও মিতালী বাযার আহলেহাদীছ জামে মসজিদ সংলগ্ন ১৪০টি দুর্গত পরিবারকে ত্রাণ সাহায্য হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমান, সাধারণ সম্পাদক ক্বামারুয্যামান বিন আব্দুল বারী, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মনযূরুল ইসলাম ও অন্যান্য কর্মীগণ।

সারিয়াকান্দি, বগুড়া ২৯শে জুলাই সোমবার : অদ্য দুপুর ১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে বগুড়া যেলার সারিয়াকান্দি উপযেলার যমুনা নদীর বন্যাউপদ্রুত চর দিঘাপাড়া ও বেনীপুর, চর করমজাপাড়া ও চর নয়াপাড়ার ২১০টি বন্যা দুর্গত পরিবারকে ত্রাণ সাহায্য হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন, মাওলানা মুখলেছুর রহমান মাদানী, যেলা ‘যুবসংঘে’র সভাপতি আল-আমীন এবং অন্যান্য কর্মীগণ। এ সময় তাঁরা বানভাসি মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নছীহত করেন এবং তাদেরকে ছালাত ও তওবা-ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনার উপদেশ দেন।

গাইবান্ধা ৩০শে জুলাই মঙ্গলবার : অদ্য সকাল সাড়ে ৯-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপযেলাধীন মহিমাগঞ্জ এলাকার ধুন্দিয়া ও বালুয়া চরপাড়া, সাঘাটা উপযেলার পাচিয়ারপুর ও ডাকবাংলা এবং ফুলছড়ি উপযেলার চর ঝানঝাইর গ্রামের মোট ৪০৫টি বন্যা দুর্গত পরিবারকে ত্রাণ সাহায্য হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়। অবশিষ্ট কিছু ত্রাণ পরদিন গাইবান্ধা সদরে খামারবোয়ালী আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গণে ৬০টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন, মাওলানা মুখলেছুর রহমান মাদানী, গাইবান্ধা-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মশিউর রহমান, গাইবান্ধা-পশ্চিম যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন ও অন্যান্য কর্মীগণ। ত্রাণ বিতরণকালে অনেকের গলার তাবীয, হাতের বিশেষ আংটি ইত্যাদি খুলে নেওয়া হয় এবং সকলকে যাবতীয় শিরক ও বিদ‘আত থেকে দূরে থাকার উপদেশ প্রদান করা হয়।

উক্ত গ্রামগুলো বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও আজো সেখানে কোন সরকারী সাহায্য পৌঁছেনি। কেবল গোবিন্দগঞ্জ উপযেলাধীন মহিমাগঞ্জ এলাকার ধুন্দিয়া গ্রামে স্থানীয় চেয়ারম্যান পরিবার পিছু মাত্র হাফ কেজি চিড়া ও ২৫০ গ্রাম চিনি ত্রাণ দিয়েছেন। এতে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

উল্লেখ্য, গাইবান্ধা যেলাধীন ফুলছড়ি উপযেলার ঝানঝাইর গ্রামে নবপ্রতিষ্ঠিত আত-তাওহীদ সালাফিইয়াহ মাদরাসা কর্তৃপক্ষ ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও তাঁর সফরসঙ্গীদের আতিথেয়তা প্রদান করেন। এসময় তিনি মাদরাসার পরিচালক জনাব শফীকুল ইসলামের হাতে নগদ অর্থ তুলে দেন। মাদরাসাটি ২০১৫ সালে জনাব শফীকুল ইসলামের ব্যক্তিগত প্রচেষ্টায় যমুনা নদীর এই প্রত্যন্ত চরে প্রায় ৫ বিঘা জমির উপর প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে সেখানে ঝানঝাইর চর এবং অন্যান্য এলাকার প্রায় ২৫০ ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। চরাঞ্চলে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলো ছড়ানোর ক্ষেত্রে মাদরাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

কাযীপুর, সিরাজগঞ্জ ৩১শে জুলাই বুধবার : অদ্য দুপুর ১২-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে সিরাজগঞ্জ যেলার কাযীপুর উপযেলার যমুনা নদীর বন্যাউপদ্রুত দক্ষিণ সিংড়াবাড়ী ও চর দুবলাইয়ের বন্যা দুর্গত ৬৯টি পরিবারকে ত্রাণ সাহায্য হিসাবে চাউল-ডাউল, চিনি-লবণ ও নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমাদ, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর শিক্ষক শামসুল আলম, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তাযা, ‘আহলেহাদীছ যুবসংঘ’ মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল বিন আকবর, যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক জামালুদ্দীন ও অন্যান্য কর্মীগণ। এ সময় তাঁরা বানভাসি মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নছীহত করেন এবং তাদেরকে বিপদে ধৈর্যধারণ ও তওবা-ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনার উপদেশ দেন।






আরও
আরও
.