অনেক বছর ধরেই বিকল্প যান হিসাবে উড়ন্ত ট্যাক্সি নিয়ে গবেষণা চলছে। ইউরোপ-আমেরিকার বিভিন্ন সংস্থা উড়ন্ত ট্যাক্সি নিয়ে কাজ করছে। এবার নতুন এক উড়ন্ত ট্যাক্সির কথা জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আকাশে হাইড্রোজেন-চালিত একটি উড়ন্ত ট্যাক্সি দীর্ঘতম উড়ালের রেকর্ড করেছে। জোবি এভিয়েশনের নকশা করা একটি উড়ন্ত ট্যাক্সি হাইড্রোজেনের একটি ট্যাংক ব্যবহার করে ৫৬১ মাইল ভ্রমণ করেছে। এতে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করা হচ্ছে। এ থেকে জলীয় বাষ্প ছাড়া অন্য কোন কিছু নির্গত হয় না।

হাইড্রোজেন ব্যবহার করার সুবিধা হচ্ছে, এ ধরনের জ্বালানি উড়ন্ত ট্যাক্সিকে রিফুয়েলিং বা নতুন করে জ্বালানি ব্যবহার না করেই দীর্ঘপথ ভ্রমণ করতে দেয়। মাত্র ৪০ কেজি ওযনের হাইড্রোজেন ফুয়েল সেল একবার চার্জ করলে ৫২৩ মাইল ভ্রমণ করতে পারে। হাইড্রোজেন-চালিত উড়ন্ত ট্যাক্সি বিভিন্ন দেশের মধ্যে চালানোর সুযোগ থাকবে বলে নির্মাতারা জানিয়েছে। ২০২৫ সালের মধ্যে এই উড়ন্ত ট্যাক্সি বিক্রির জন্য বাযারে আসবে বলে জানান তারা।






আরও
আরও
.