এবার কুরআন তিলাওয়াত ও তরজমা করবে ‘কলম’
বাংলা ভাষাভাষী মুসলমানদের জন্য প্রযুক্তিনির্ভর কুরআন শিখার এক যুগান্তকারী যন্ত্র এনেছে অনন্য ইনফোটেক। এই যন্ত্রের মাধ্যমে কুরআন তিলাওয়াত ও তিলাওয়াতকৃত অংশের বাংলা তরজমা সহজেই শোনা যায়। কলমের আকৃতিতে তৈরি এই যন্ত্রটি কুরআনের যেকোনো পৃষ্ঠা, সূরা ও আয়াতের ওপর স্পর্শ করা মাত্রই আরবীতে তিলাওয়াত করবে এবং নির্দিষ্ট বোতাম টিপলে বাংলা ও ইংরেজীতে তরজমা করবে। এছাড়াও প্রতিটি শব্দের ভিন্ন ভিন্ন উচ্চারণ এবং অনুবাদ শোনার সুবিধা রয়েছে। আরবী পড়তে না জানা এবং অক্ষরজ্ঞানহীন ব্যক্তিরাও যেন কুরআন তিলাওয়াত করতে পারেন, তেমনি সহজ পদ্ধতি যন্ত্রটিতে সন্নিবেশিত হয়েছে।
যন্ত্রটিতে প্রাপ্ত সুবিধাগুলোর মধ্যে রয়েছে- বিল্ট-ইন স্পিকার বাংলা ও ইংরেজি অডিও অনুবাদ, তাজবীদসহ আরবী বর্ণমালা ও ছালাত শিক্ষা, বিল্ট-ইন লিথিয়াম ব্যাটারি, এমপি থ্রি এবং কম্পিউটারে সংযোগের সুবিধা। সম্পূর্ণ চার্জ দেয়ার পর ১২ ঘণ্টা পর্যন্ত চলবে। এছাড়া ৩ মিনিট ব্যবহার না করলে এটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।
সম্পূর্ণ প্যাকেজটিতে রয়েছে সুদৃশ্য কাগজে আরবী ওছমানী ফন্টে প্রিন্ট করা একটি কুরআন, কিবলা নির্দেশকসহ একটি পকেট জায়নামায, তায়াম্মুমের জন্য তৈরি বিশেষ মাটি, আরবী শিক্ষার বই ও গাইডলাইন। আগ্রহী ক্রেতারা বিস্তারিত জানতে অনন্য ইনফোটেক লি., ১১ শায়েস্তাখান এভিনিউ, সেক্টর-০৪, উত্তরা, ঢাকা-১২৩০, হটলাইন : ০১৬১৫১১৪১১৪ ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
পানিবিদ্যুৎ উৎপাদনের নতুন সফল পরীক্ষা
কাপ্তাইয়ে স্বল্প খরচে পানিবিদ্যুৎ উৎপাদনের একটি নতুন পরীক্ষা হয়েছে। পরীক্ষাটি চালিয়েছে সেনাবাহিনী পরিচালিত ‘বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি’ (বিএমটিএফ)। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ সাইফুল ইসলাম পরীক্ষাটির সাফল্য দাবী করে বলেন, এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনে বিশেষ যন্ত্রপাতির যেমন দরকার হবে না, তেমনি এতে ব্যয়ও হবে খুব কম। কারণ, ঐ বিদ্যুৎ উৎপাদনে কোনো জ্বালানি লাগবে না। দেশের বিদ্যুতের যে সংকট রয়েছে, তার মোকাবিলায় ভাসমান জলবিদ্যুৎকেন্দ্র বিশেষ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ভাসমান কিছু যন্ত্রপাতির মাধ্যমে স্রোত কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া দেশে এই প্রথম। যেসব নদীতে পানির স্রোত বেশি, সেখানে অনায়াসে এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। জার্মানির সঞ্চার্ট হাইড্রো পাওয়ার প্রজেক্টের ব্যবস্থাপনা পরিচালক কার্ল কর্নহার্ট ক্লমসি বলেন, কাপ্তাইয়ে পানিপ্রবাহের যে ব্যবস্থা রয়েছে, তাতে নতুন এই পদ্ধতিতে ৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে। তবে পরীক্ষা প্রাথমিকভাবে সফল হ’লেও এজন্য আরও পরীক্ষা চালানোর প্রয়োজন আছে।
লিপ সেকেন্ড : ঘড়ির কাঁটায় যোগ হল এক সেকেন্ড
আন্তর্জাতিক সময়ের সঙ্গে যোগ হ’ল এক সেকেন্ড। গত ৩০ জুন মধ্যরাত থেকেই এই এক সেকেন্ড যোগ হয়। পৃথিবী ঘূর্ণনের গতি কমে যাওয়ায় পৃথিবীর আনবিক ঘড়ির সঙ্গে সময়ের সঙ্গতি বজায় রাখার জন্য বিরল এই এক সেকেন্ড যোগের ঘটনা ঘটল। একে ‘লিপ সেকেন্ড’ নামে অভিহিত করা হয়েছে।
আন্তর্জাতিক সময় নির্ধারকরা ৩০ জুন শনিবার রাতে ১ জুলাই প্রথম প্রহরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ঘড়িতে অতিরিক্ত এক সেকেন্ড যোগ করেছেন। আন্তর্জাতিক সময়ের হিসাবে মধ্যরাতের এক সেকেন্ড আগে ১১:৫৯:৫৯-এর জায়গায় ১১:৫৯:৬০ গণনা করা হয়।
যুক্তরাষ্ট্রের নেভাল অবজারভেটরির মুখপাত্র জিওফ চেসটার বলেন, পৃথিবী তার নিজ কক্ষপথে একবার ঘুরে আসতে যে সময় লাগে, তাকেই একদিন বলে ধরা হয়। বর্তমান পৃথিবীর একটি পূর্ণঘূর্ণন সম্পন্ন করতে একশ’ বছর আগের তুলনায় দুই মিলিসেকেন্ড (এক সেকেন্ডের এক হাযার ভাগের এক ভাগ) বেশি সময় লাগে’। তিনি জানান, উপরোক্ত কারণে তারা প্রতি বছর নির্দিষ্ট দিনে এক সেকেন্ডের প্রায় তিন-চতুর্থাংশ যোগ করে সময় হিসাব করে। এ প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের অফিসিয়াল আনবিক ঘড়ির তত্ত্বাবধান করে।
ধানের কুড়া থেকে ভোজ্যতেল উৎপাদন শুরু হচ্ছে
প্রথমবারের মতো দেশে ধানের কুড়া থেকে কোলেস্টেরলমুক্ত ভোজ্যতেল উৎপাদন করতে যাচ্ছে শেরপুরের অ্যামারাল্ড অয়েল অ্যান্ড পোলট্রি ইন্ডাস্ট্রি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। শেরপুর যেলার পৌর শহরের শেরপুর-জামালপুর ফিডার রোডে শেরীপাড়া নামক স্থানে তিন একর জমির ওপর ব্যক্তিপর্যায়ে যৌথ বিনিয়োগে ৫০ কোটি টাকা ব্যয়ে ঐ কারখানাটি স্থাপন করা হয়েছে। ২০০ মেট্রিক টন ধারণক্ষমতার এই কারখানায় প্রতিদিন ৪০ টন ভোজ্যতেল এবং ১৬০ টন তেলবিহীন কুড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, তেলবিহীন কুড়া মাছ ও পোলট্রি খাদ্যের বড় উপাদান।