পৃথিবীর
সর্ববৃহৎ রেডিও টেলিস্কোপ নির্মাণ করেছে চীন। এই টেলিস্কোপটি প্রায় ৩০টি
ফুটবল মাঠের সমান। চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের পাহাড়ী এলাকার একটি প্রদেশে
এর অবস্থান। ১৯৯৪ সালে চীনে এমন বৃহৎ আকৃতির একটি টেলিস্কোপ নির্মাণের
জন্য প্রস্তাব করা হয় এবং ২০০৭ সালে জাতীয়ভাবে তার অনুমোদন দেয়া হয়। ২০১১
সালে Five hundred meter Aperture Spherical Telescope বা সংক্ষেপে FAST এর
নির্মাণকাজ শুরু হয়। এ বছর জুলাইয়ে এর নির্মাণকাজ সম্পন্ন হয় এবং এবছরের
সেপ্টেম্বরেই এটিকে ব্যবহার করা হবে।
মহাবিশ্বের অমীমাংসিত ও রহস্যময় ব্যাপারগুলো নিয়ে অনুসন্ধানের জন্য ব্যবহার করা হবে এই টেলিস্কোপটিকে। যেমন ব্ল্যাকহোল, পালসার, বহির্জাগতিক বুদ্ধিমান প্রাণী ইত্যাদি সম্বন্ধে তথ্য সংগ্রহ করা হবে এটিকে ব্যবহার করে।
১৮৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই টেলিস্কোপটি মহাশূন্য থেকে আসা বিভিন্ন রেডিও তরঙ্গ শনাক্ত করবে এবং এর শনাক্তকরণ এতটাই নিখুঁত হবে যা এর আগে পৃথিবীতে নির্মিত কোন রেডিও টেলিস্কোপ দিয়ে সম্ভব হয়নি। এটি মহাবিশ্বের একদম শুরুর দিকে এর উৎপত্তির রহস্য উদঘাটনেও ব্যবহার করা হবে। উৎপত্তির শুরুর দিকে মৌলিক কণার অবস্থা এবং সেই ধারা অনুযায়ী বর্তমান মহাবিশ্বের অবস্থা ইত্যাদি নিয়েও গবেষণা করা হবে এখানে। এই টেলিস্কোপ নির্মাণে ব্যবহৃত হয়েছে মোট ৪ হাযার ৬০০টি ত্রিভুজ আকৃতির প্যানেল।